পঞ্চায়েত ভোটে গলসি দু’নম্বর ব্লকের সাঁকো গ্রাম পঞ্চায়েত হয়েছিল ত্রিশঙ্কু। ওই পঞ্চায়েতে বোর্ড গঠন করবে কোন দল? এ নিয়ে ইতিমধ্যেই উঠেছে নানান প্রশ্ন। আর আজ বোর্ড গঠনের দিনে রাজনৈতিক দলগুলির মধ্যে নতুন করে দেখা গেল নাটক। উল্লেখ্য, গলসি দু’নম্বর ব্লকের সাঁকো পঞ্চায়েতে মোট আসন ১৩ টি। যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৬ টি, CPIM ১ টি, BJP ৪ টি, কংগ্রেস ১টি ও ফরওয়ার্ড ব্লক ১ টি। বোর্ড গঠন করতে লাগবে ৭ টি আসন। এই পরিস্থিতিতে আজ থেকেই তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতর। BJP, CPIM, ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস ৪ টি দলের জয়ী প্রার্থীরা ও কর্মী সমর্থকেরা একত্রে ফ্ল্যাগ নিয়ে মিছিল করে আসেন বোর্ড গঠন করতে।

Trinamool Congress : বোর্ড গঠনের আগে ফের দলবদলের পালা, তৃণমূলে যোগ বনগাঁর নির্দল জয়ী প্রার্থীর
তাঁদের দাবি, BJP, CPIM, ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস একত্রিত হয়ে তাদের মোট সিট সংখ্যা হচ্ছে ৭ টি এবং সাঁকো পঞ্চায়েতে তারাই বোর্ড গঠন করবেন। এদিন ৭ জন প্রার্থী একসঙ্গে মিছিল করে প্রবেশ করেন পঞ্চায়েত অফিসে। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হবেন প্রধান, এমনটাই দাবি BJP-র।
অপরদিকে তৃণমূলের ৬ জন জয়ী প্রার্থী ও সংখ্যালঘু সেলের সভাপতি আসেন পঞ্চায়েত অফিসে। তাঁরা পঞ্চায়েত অফিসের দিকে যাওয়ার সময় বিরোধীদলের সমর্থকেরা স্লোগান সাউটিং করে এগিয়ে আসতে থাকেন।

WB Panchayat Board 2023 : শাসকদলকে টেক্কা, তৃণমূল সদস্যকে দলে টেনে বোর্ড দখল সম্মিলিত বিরোধী জোটের
তৎক্ষণাৎ ডিএসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং BJP সহ বিরোধী দলের সমর্থকদের ওই এলাকা থেকে সরিয়ে দেন। যদিও এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন বিরোধী দলের জয়ী প্রার্থীরা। এই বিষয়ে BJP-র এক জয়ী প্রার্থী বলেন, ‘পুলিশ প্রত্যক্ষভাবে তৃণমূলকে মদত দিচ্ছে।

WB Panchayat Board : সংখ্যাগরিষ্ঠ হয়েও পঞ্চায়েত বোর্ড হাতছাড়া তৃণমূলের, বাজিমাত জোটের
এটা মানা যায় না। আমরা জোট করেছি। তাই বোর্ড আমাদেরই হওয়া উচিৎ। এদিকে পুলিশ এসে আমাদের জোর করে সরিয়ে দিল। আমরা সবাই মিলে ৭ টি আসন হয়ে গিয়েছে। সেখানে আর কোনও বাধা থাকার কথা নয়। তাও যদি বল প্রয়োগ করে আমাদের বোর্ড গঠন থেকে আটকানো হয়, তাহলে আমরা আদালতের দ্বারস্থ হব’।

Panchayat Election 2023: রাম-বাম-তৃণমূলে ঐক্যসুরে মিলল পঞ্চায়েত, অভিনব জোট বোর্ড মালদার রতুয়ায়
যদিও তৃণমূলের দাবি, তাঁরা কোনও জোর জবরদস্তি করেনি,যে ভোটে জিতবে সেই প্রধান হবে। তৃণমূলের জয়ী এক প্রার্থী এই বিষয়ে বলেন, ‘জোট করে চলে এলেই তো হল না। আর যাকে তাঁকে প্রধান বানিয়ে দিলেও হয়না। এই বিষয়ে ভোট হোক, যারা জিতবে, তাঁরাই বোর্ড গঠন করবে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version