তাঁদের দাবি, BJP, CPIM, ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস একত্রিত হয়ে তাদের মোট সিট সংখ্যা হচ্ছে ৭ টি এবং সাঁকো পঞ্চায়েতে তারাই বোর্ড গঠন করবেন। এদিন ৭ জন প্রার্থী একসঙ্গে মিছিল করে প্রবেশ করেন পঞ্চায়েত অফিসে। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হবেন প্রধান, এমনটাই দাবি BJP-র।
অপরদিকে তৃণমূলের ৬ জন জয়ী প্রার্থী ও সংখ্যালঘু সেলের সভাপতি আসেন পঞ্চায়েত অফিসে। তাঁরা পঞ্চায়েত অফিসের দিকে যাওয়ার সময় বিরোধীদলের সমর্থকেরা স্লোগান সাউটিং করে এগিয়ে আসতে থাকেন।
তৎক্ষণাৎ ডিএসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং BJP সহ বিরোধী দলের সমর্থকদের ওই এলাকা থেকে সরিয়ে দেন। যদিও এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন বিরোধী দলের জয়ী প্রার্থীরা। এই বিষয়ে BJP-র এক জয়ী প্রার্থী বলেন, ‘পুলিশ প্রত্যক্ষভাবে তৃণমূলকে মদত দিচ্ছে।
এটা মানা যায় না। আমরা জোট করেছি। তাই বোর্ড আমাদেরই হওয়া উচিৎ। এদিকে পুলিশ এসে আমাদের জোর করে সরিয়ে দিল। আমরা সবাই মিলে ৭ টি আসন হয়ে গিয়েছে। সেখানে আর কোনও বাধা থাকার কথা নয়। তাও যদি বল প্রয়োগ করে আমাদের বোর্ড গঠন থেকে আটকানো হয়, তাহলে আমরা আদালতের দ্বারস্থ হব’।
যদিও তৃণমূলের দাবি, তাঁরা কোনও জোর জবরদস্তি করেনি,যে ভোটে জিতবে সেই প্রধান হবে। তৃণমূলের জয়ী এক প্রার্থী এই বিষয়ে বলেন, ‘জোট করে চলে এলেই তো হল না। আর যাকে তাঁকে প্রধান বানিয়ে দিলেও হয়না। এই বিষয়ে ভোট হোক, যারা জিতবে, তাঁরাই বোর্ড গঠন করবে’।