অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে তাঁর করা ‘মহামানব’ মন্তব্য নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছেড়ে দেওয়ার কথা শুনে আরোগ্য কামান করেছেন। কিন্তু খোঁচা দিতেও ছাড়েননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শুক্রবার ফের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফেসবুকে পোস্ট করলেন তৃণমূল নেতা। একই সঙ্গে অসুস্থতা থেকে সেরে ওঠার জন্য বুদ্ধবাবুকে উপহার পাঠানোর কথাও জানিয়েছেন কুণাল।

এদিন বুদ্ধবাবুর সঙ্গে নিজের সাংবাদিক জীবনের একটি ছবি শেয়ার করে তৃণমূল মুখপাত্র লেখেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্যকে লাল গোলাপ। অসুস্থ ছিলেন। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। আগেও ওঁকে আমার বই পাঠিয়েছি। আজ ভ্রাতৃপ্রতিম সহকর্মী পার্থকে দিয়ে ওঁর বাড়িতে সুস্থতা কামনায় ফুল পাঠালাম। সঙ্গে মোহন সিংয়ের রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম ‘বিশ্বভরা প্রাণ’ এবং আমার লেখা দুটি বই: রানিসাহেবা ও রাধাকৃষ্ণ।’

Buddhadeb Bhattacharya Update : ‘সুস্থ শরীরে বাড়ি ফিরুন কিন্তু…’, ফের বুদ্ধদেব ভট্টাচার্যকে খোঁচা কুণালের
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক আরও লেখেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী শ্রীমতী মীরা ভট্টাচার্য এই শ্রদ্ধার্ঘ্য গ্রহণ করে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁকে প্রণাম জানাই। বুদ্ধবাবু সুস্থ থাকুন, ভালো থাকুন। সাংবাদিক কুণালকে তিনি কোনওদিন খালি হাতে ফেরাননি। কুণাল তা ভুলবে না। তাঁর প্রতি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এরকমই থাকবে। আবার রাজনীতির ক্ষেত্রে তাঁর এবং তাঁর সময়ের সমালোচনা করি এবং করব। দিন দশেকের মধ্যেই এমন একটি সমালোচনামূলক লেখাও প্রকাশিত হবে। খোলা মন আর যুক্তিতে চললে সমস্যা হওয়া উচিত নয়।’

উল্লেখ্য বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হওয়ার পড় তির্যক মন্তব্য করে বিতর্কে জড়ান এই তৃণমূল নেতা। ফেসবুকে তিনি লেখেন, ‘বুদ্ধবাবুর সুস্থতা কামনা করি, কিন্তু তাঁকে মহামানব বানানোর চেষ্টা চলছে, সেটায় আমার সমর্থন নেই।’

Kunal Ghosh : ‘নির্দেশ তাই চাপ কমাচ্ছি…ভুল বুঝবেন না’, কুণালের ফেসবুক পোস্ট ঘিরে কৌতুহল
চলতি সপ্তাহে বুধবার হাসপাতাল থেকে ছাড়া পান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধবাবুর মুক্তির কথা চাউর হতেই এই নিয়ে মন্তব্য করেন তৃণমূলের হেভিওয়েট নেতা। বাম শাসনের প্রসঙ্গ টেনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও জ্যোতি বসুকে নিশানা করেন কুণাল। এক সঙ্গে বাম জমানার নিন্দা শোনা যায় তাঁর মুখে।

Buddhadeb Bhattacharjee: বাড়ির ফেরার খবরে মুখে হাসি বুদ্ধদেবের, ১২ দিন পর ফিরলেন পাম অ্যাভিনিউয়ের হোম কেয়ারে
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা বলেন, ‘বুদ্ধবাবুর সুস্থতা কামনা করি। উনি সুস্থ থাকুন এটাই আমি চাই। আরোগ্য কামনা ছাড়া আমরা আর কিছু বলার নেই। তবে যখনও রাজনৈতিক বক্তৃতা হবে, তখন বুদ্ধদেব ভট্টাচার্য ও জ্যোতি বসুর সময়ের বাম অপশাসনের কথা তুলে ধরা আমার কর্তব্য। সেই কাজ অবশ্যই চলবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version