ফের পোস্টার বর্ধমানে শহরে। BJP-র জেলা যুব মোর্চার সভাপতিকে বহিরাগত, চরিত্রহীন ও তোলাবাজ বলে দাবি করে বেনামী পোস্টারে BJP-র বর্ধমান যুব মোর্চাকে রক্ষার আহ্বান জানানো হয়েছে রাজ্য ও জেলার নেতাদের কাছে। তাঁদের এই দাবি মানা না হলে ‘ভয়ঙ্কর খেলা হবে’ বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে পোস্টারে। উল্লেখ্য, বর্ধমান শহরে পোস্টার রাজনীতি নতুন কিছু নয়। এর আগেই BJP ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার দেখা গিয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। তারই মধ্যে বর্ধমান শহরের কোর্টকম্পাউন্ড এলাকায় BJP-র বর্ধমান জেলা যুব মোর্চার সভাপতি পূরব ওরফে পিন্টু সামের নামে পড়া এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

Paschim Medinipur : BJP-র জেলা সভাপতিকে সরানোর দাবি, সদর কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দলীয় কর্মীদের
রাজনৈতিক লড়াইয়ে লড়ে উঠতে না পেরেই শাসকদল তৃণমূল BJP ও তাঁকে বদনাম করতেই এই অপপ্রচার করছে বলে জানিয়েছেন পূরব সাম। ‘ভয়ঙ্কর খেলা হবে’ এই শব্দটাই বলে দিচ্ছে এটা কারা করেছে, কারণ খেলা হবে কাদের স্লোগান সেটা বলার অপেক্ষা রাখে না। এই বিষয়ে তিনি বলেন, ‘খেলা হবে স্লোগান আছে মানেই এটা তৃণমূলের কাজ। আমাদের দলের মধ্যে বর্ধমানে একতা রয়েছে। কেউ এরকম করতে পারে না, আমার জানা আছে। তাই তৃণমূল যে চেষ্টা করছে আমাদের দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার, সেটা সফল হবে না। এসব পোস্টার মানুষের মনেও প্রভাব ফেলবে না’।

BJP Leader Death: ‘ভালোবাসতে গিয়ে নিজের প্রাণটাই চলে গেল…’, BJP মণ্ডল সভাপতির মৃত্যুতে CBI তদন্তের দাবি স্ত্রীয়ের
অন্যদিকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘এটা সম্পূর্ণই BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। পঞ্চায়েত নির্বাচনে জেলায় পর্যদুস্ত হয়েছে BJP। সেখান থেকেই BJP-র নীচুতলার নেতারা জেলা নেতৃত্বের উপর ক্ষোভে ফুঁসছেন।

Nisith Pramanik : খোদ BJP প্রার্থীকে অপহরণ! বিস্ফোরক অভিযোগ নিশীথের বিরুদ্ধে
তারই ফল এই পোস্টার। BJP মানুক কি না মানুক, ওদের মধ্যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে’। উল্লেখ্য, প্রসেনজিৎ দাসের দাবি যে একেবারে অমূলক নয় তা বোঝা গিয়েছে গত এপ্রিল মাসেই। ওই সময়ে BJP-র গোষ্ঠী কোন্দলের অভিযোগ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বর্ধমান শহরে। দলেরই এক গোষ্ঠী পার্টি অফিসে ঝোলায় তালা।

WB Panchayat Board : সংখ্যাগরিষ্ঠতা থেকেও ব্যর্থ! উলুবেড়িয়ায় বোর্ড গঠনে BJP-ই সহায় তৃণমূলের
চলে হাতাহাতি, ধস্তাধস্তি। সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে স্লোগানও দিতে শোনা যায় বিক্ষোভকারীদের। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। অশান্তির খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও পরিস্থিত নিয়ন্ত্রণ করে। এই ঘটনার জেরে সেই সময় অত্যন্ত বিড়ম্বনার মধ্যে পড়তে হয় BJP-র জেলা নেতৃত্বকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version