৭ টি রাজ্যের জেলা পরিষদের ১৩৪ জন সভাধিপতি ও সহ-সভাপতিদের নিয়ে পঞ্চায়েতি রাজ শুরু হল হাওড়া জেলার বাগনানের নাউপালায়। নাউপালার একটি রিসর্টে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দিতে শনিবার সকালে আসেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন জে পি নাড্ডার সঙ্গে ছিলেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক BJP নেতৃত্ব সহ অন্যান্যরা। এদিন সুকান্ত মজুমদার একটি প্রর্দশনীর উদ্বোধন করেন। এদিন সুকান্ত মজুমদার বলেন, ‘এই সম্মেলনে বিভিন্ন রাজ্যের জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাপতিদের ভাল কাজের প্রদর্শনীর ব্যবস্থা হয়েছে।

Sukant Majumder : ‘এ ভাবেই জয়লাভ করেছে…’, ফের ব্যাগ ভর্তি ব্যালট উদ্ধারের ঘটনায় তোপ সুকান্তর
সেই রকম আগামী দিনে এদের পথ কিভাবে চলবে সেই ব্যাপারে নির্দেশিকা দেবেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা’। এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল চোখ দিয়ে দলের প্রতিনিধিদের আগামী দিনের পথ প্রদর্শন করবেন বলে জানান সুকান্ত মজুমদার। ‘বাংলাও দেখুক কিভাবে উন্নয়ন করা যায়, সেই কারণে এই সম্মেলনের আয়োজন’, একথা জানান সুকান্ত মজুমদার। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে BJP-র রাজ্য সভাপতি বলেন, ‘আমরা প্রতিনিয়ত দলের সর্বভারতীয় সভাপতি সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ রাখি।

BJP Leader Death : ছেলের মৃত্যু রাজনৈতিক! সুকান্তকে ফোন করে CBI তদন্ত চাইলেন মৃত সুদীপের বাবা
এছাড়াও ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে এখানকার আইন শৃঙ্খলার অবনতির কথা জানাই’। সুকান্ত মজুমদার বলেন, ‘ওনার গৃহিণী বাঙালি। সুতরাং বাংলা সম্পর্কে উনি যথেষ্ট ওয়াকিবহাল। সেই কারণে বাংলা সম্বন্ধে ওনাকে আলাদা করে কিছু বলার নেই।

তা সত্ত্বেও আমরা নিয়মিত ওনাকে রাজ্যের ব্যাপারে আপডেট দিই’। যদিও প্রয়োজনে ওনাকে আরও বেশি করে এই ব্যাপারে জানানো হবে বলে জানান BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গত ৩০ – ৪০ বছর ধরে বাংলায় যে হিংসার চক্র চলছে সেটা থেকে বাংলার খুব শীঘ্রই মুক্তি ঘটবে বলে জানান সুকান্ত মজুমদার।

BJP Leader Death: ‘ভালোবাসতে গিয়ে নিজের প্রাণটাই চলে গেল…’, BJP মণ্ডল সভাপতির মৃত্যুতে CBI তদন্তের দাবি স্ত্রীয়ের
পঞ্চায়েত ভোটের বোর্ড গঠন নিয়ে তিনি বলেন, ‘তৃণমূলের এমন অবস্থা যে বোর্ড গঠনের সময়েও হিংসা করতে হচ্ছে। আসলে হিংসা ছাড়া শান্তিপূর্ণভাবে তৃণমূল কোনও কাজ করতে পারে না। তাই জায়গায় জায়গায় বিরোধীরা সম্মিলিতভাবে তৃণমূলকে দূরে সরিয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন করছেন ও মানুষ তাঁদের সমর্থন করছেন’।

Nisith Pramanik : খোদ BJP প্রার্থীকে অপহরণ! বিস্ফোরক অভিযোগ নিশীথের বিরুদ্ধে
তিনি আরও বলেন, ‘পঞ্চায়েত ভোটে অনেক জায়গায় মানুষ ভোটে দিতে পারেননি। ভোট দিলেও ব্যালট বদলে দিয়েছে তৃণমূল, নাহলে আমাদেরই জয় হত। আসন্ন লোকসভা ভোটে মানুষ আমাদের পক্ষেই রায় দেবেন’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version