স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্য়ুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে আরও ২ জনকে। এরই মাঝে চাঞ্চল্যকর দাবি সৌরভ চৌধুরীরের মা প্রণতী চৌধুরীর। ছেলেকে ফাঁসানো হয়েছে বলে আগেই দাবি করেছিলেন তিনি। এবার তাঁর দাবি, সৌরভও একসময় শিকার হয়েছিল ব়্যাগিংয়ের। তাঁর মতে, আগেই যদি কর্তৃপক্ষ ব্যবস্থা নিত তাহলে এই ঘটনা ঘটতো না।

সৌরভের মা যা জানালেন…

প্রণতী চৌধুরী জানান, ছেলে যখন পড়াশোনা করত তখন ফোন করলেই বলতো ব়্যাগিংয়ের কথা। কিন্তু সহ্য করা ছাড়া কোনও উপায় ছিল না। তিনি বলেন, ‘ব্যবস্থা নেওয়া উচিত ছিল কর্তৃপক্ষের। আগে থেকে ব্যবস্থা নিলে এই ঘটনাটা ঘটতো না। স্বপ্নদীপের মতো ছেলেটাকে প্রাণ দিতে হত না, আমার ছেলেটাকেও এই কেসে…। আমার ছেলেও ব়্যাগিংয়ের শিকার হয়েছিল। আমাকে ফোন করলে বলত, মা এরকম করছে। কী করব, আমাকে সহ্য করে থাকতেই হবে। সহ্য করেই ছিল। কর্তৃপক্ষের উচিত ছিল আগে থেকেই ব্যবস্থা নেওয়া। তাহলে আজ এই পরিস্থিতিটায় দাঁড়াত না। ব়্যাগিং দীর্ঘদিন ধরেই হয়ে আসছে।’

JU Ragging Case : ‘আমরা একে অপরকে বাঁচতে দিই না!’ স্বপ্নদীপের রহস্যমৃত্যুতে আক্ষেপ ঋদ্ধির
প্রসঙ্গত, মৃত স্বপ্নদীপ কুণ্ডুর বাবার অভিযোগের ভিত্তিতেই প্রথমে আটক করা হয় সৌরভ চৌধুরীকে। পুলিশ সূত্রে খবর, বয়ানে বেশকিছু অসঙ্গতি থাকায় পরে গ্রেফতার করা হয় সৌরভ চক্রবর্তীকে। আদালতে তোলা হলে শুনানি শেষে আগামী ২২ অগাস্ট পর্যন্ত সৌরভকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। যদিও সৌরভের মা প্রথম থেকেই দাবি করেন, ফাঁসানো হয়েছে তাঁর ছেলেকে। তাঁর দাবি ছিল, স্বপ্নদীপকে সাহায্য করতে গিয়েছিল সৌরভ। আর তাতেই নিজের বিপদ ডেকে আনল সে। হোস্টেলে সৌরভের নামে কোনও খারাপ রেকর্ড নেই বলেও দাবি প্রণতী চৌধুরীর।

JU Student Death : স্বপ্নদীপের বাবাকে ফোন মুখ্যমন্ত্রীর, ভবিষ্যতের জন্য দিলেন নম্বর সেভ করার পরামর্শ
এদিকে স্বপ্নদীপের সৌরভ চৌধুরীর পর গ্রেফতার করা হল আরও ২ জনকে। রবিবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির দ্বিতীয় বর্ষের পড়ুয়া দীপশেখর দত্ত ও সোশিওলজির দ্বিতীয় বর্ষের পডুয়া মনতোষ ঘোষকে গ্রেফতার করে পুলিশ। যার ফলে স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। ধৃত দীপশেখর দত্ত বাঁকুড়ার বাসিন্দা। আর মনতোষের বাড়ি হুগলির আরামবাগ এলাকায়। তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, ‘এক প্রাক্তনী-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উচ্চ পর্যায়ের আধিকারিকদের দিয়ে গোটা তদন্ত প্রক্রিয়ার উপরে নজরদারি চালানো হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version