এই সময়: জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপির কোর কমিটির বৈঠকে গরহাজির থাকলেন শুভেন্দু অধিকারী। নিউ টাউনের একটি হোটেলে শুক্রবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতির উপস্থিতিতে কোর কমিটির বৈঠকে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুর, সুভাষ সরকার থেকে মিঠুন চক্রবর্তীরা উপস্থিত ছিলেন। বিজেপি নেতৃত্বের একাংশের বক্তব্য, নাড্ডার উপস্থিতিতে এই বৈঠকে রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে-সহ ২৪ জনের থাকার কথা ছিল।

কিন্তু সায়েন্স সিটিতে বিজেপি দলীয় অনুষ্ঠানের পর শুভেন্দু কলকাতা ছেড়ে যান বলে গেরুয়া শিবিরের একাংশের বক্তব্য। সেখানে বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্যদের নিয়ে দলীয় সভায় ভাষণও দেন শুভেন্দু। তার পরেও কেন তিনি কোর কমিটির বৈঠকে থাকলেন না, তা নিয়ে বিজেপির বঙ্গ-নেতৃত্ব বিশদ ব্যাখ্যা দেননি।

JP Nadda News : পাখির চোখ ২০২৪! একগুচ্ছ কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে জেপি নাড্ডা
তবে দলের একাংশের দাবি, হঠাৎ জরুরি কাজের কারণে তিনি যে কোর কমিটিতে থাকবেন না, শুভেন্দু তা আগেই নাড্ডাকে জানিয়েছিলেন। বাগনানে বিজেপির পঞ্চায়েত রাজ সম্মেলনেও বিরোধী দলনেতা ছিলেন না। নিজের এলাকায় জিততে না পারলে মঞ্চে উঠে বড় বড় ভাষণ দিয়ে লাভ নেই বলে সায়েন্স সিটির সভায় মন্তব্য করেন বিরোধী দলনেতা।

Panchayat Board Formation 2023: ব্যালট খেয়েছিলেন মহাদেব, এবার আস্ত সার্টিফিকেট গেল তৃণমূলের সোনা-এর পেটে
নাড্ডার উপস্থিতিতে বঙ্গ-বিজেপির শীর্ষ নেতাদের সামনে শুভেন্দু বলেন, ‘আমার এলাকায় ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১টি বিজেপি জিতেছে। পূর্ব মেদিনীপুরে ৮৪টি পঞ্চায়েতে প্রধান আমাদের। নিজের এলাকা নিজেকে রাখতে হবে। মঞ্চে ভাষণ দিলে, বড় বড় কথা বললে হবে না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম।’

Suvendu Adhikari : ‘ওঁর লোকেরাই তো ডালা বসিয়ে টাকা তোলে…’, হকার উচ্ছেদ নিয়ে মেয়রকে কটাক্ষ শুভেন্দুর
যদিও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ তৃণমূল জিতেছে। নন্দীগ্রামেও ভোটের হিসেবে তৃণমূল ১০,৪৫৭ ভোটে এগিয়ে। কিছু বিক্ষিপ্ত আসন পেয়েছে বিজেপি।’ জয়প্রকাশ মজুমদারের মতো তৃণমূল মুখপাত্রের কটাক্ষ, ‘নাড্ডার সামনে পূর্ব মেদিনীপুরের সাফল্য তুলে ধরে শুভেন্দু আদতে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষতাদের পঞ্চায়েতের ব্যর্থতা তুলে ধরার কৌশল নিয়েছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version