গুলিবিদ্ধ হয়ে এক মহিলার মৃত্যু। নিজের স্ত্রীকে গুলি চালিয়ে হত্যা করেছে স্বামী বলে অভিযোগ। নিহত মহিলার নাম টুম্পা ঘোষ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার নারায়নপুর এলাকায়। হত্যাকাণ্ডের পর স্বামী নিজেই গিয়ে থানায় আত্মসমর্পণ করেছে বলে খবর।

Uttar 24 Parganas : ৮ লাখের গয়না চুরি করে ফিরিয়ে দিল চোর
স্থানীয় সূত্রে খবর, স্ত্রীকে গুলি করে খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্বামী। ঘটনাটি নারায়নপুরের চন্দ্রানি এলাকার। সোমবার সকালে নারায়ণপুরের চন্দ্রানি এলাকায় ঘটনাটি ঘটে। দাম্পত্য কলহের কারণেই এরকম ঘটনা বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।
স্থানীয়দের দাবি, বাড়ির ভেতরে স্ত্রী টুম্পা ঘোষকে লক্ষ্য করে গুলি করে স্বামী অজয় ঘোষ। স্ত্রীর মৃত্যু হয়েছে বুঝতে পেরে অজয় ঘোষ নিজেই পুলিশকে খবর দেয়। পরে নারায়ণপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই খুন।

Uttar 24 Parganas News : হাড়োয়ায় TMC নেতাকে গুলি করে খুন, ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নারায়নপুর থানার পুলিশ। পেশায় প্রোমোটার অজয় ঘোষের কাছে আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে তা জানার চেষ্টা করছে পুলিশ। টুম্পা ঘোষের দেহ ময়না তদন্তর জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘একটা জোরে কিছু ফাটার মতো আওয়াজ শুনলাম। সবাই ছুটোছুটি লাগিয়ে দেয়। তারপর জানা যায়, গুলি চালানো হয়েছে। তবে ওদের মধ্যে কী বিবাদের জেরে এরকম কাণ্ড ঘটানো হয়েছে সেটা বলতে পারব না।’ তবে স্থানীয়রা অনেকেই, পারিবারিক কলহের বিষয়ে ইঙ্গিত করেছেন।

Ashokenagar Kalyangarh Municipality : বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু, অভিযুক্ত এখনও অধরা! অশোকনগরে রাস্তার পাশ থেকে সরল ফুড স্টল
ঘটনার পরেই নারায়ণপুর থানায় বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে গিয়ে। বিষয়টি নিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, অভিযুক্ত স্বামী অজয় ঘোষের কাছে আগ্নেয়াস্ত্র কী ভাবে এল সেটাও ভাবিয়ে তুলেছে পুলিশকে। ওই আগ্নেয়াস্ত্রের কোনও বৈধতা আছে কিনা সে ব্যাপারেও খোঁজখবর নেওয়া হচ্ছে।

Dengue Cases Rise Video : পুনর্জন্ম! মৃত্যুর মুখ থেকে ফিরল একরত্তি

প্রসঙ্গত, মাস খানেক আগেই এরকম একটি ঘটনা ঘটে শিলিগুড়িতে। রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। খুন করার পরেই নির্লিপ্ত ভাবে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দেয় স্বামী। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি সংলগ্ন আশিঘরের পূর্ব চয়নপাড়া এলাকার। স্ত্রীকে মারার পর অভিযুক্ত স্বামী অজিত একটি ইটের টুকরো হাতে করে থানায় গিয়ে হাজির হয়। কী কারণে স্ত্রীকে হত্যা করে এরকম কাণ্ড ঘটালো তার তদন্ত শুরু করে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version