নন্দীগ্রামে ফের বিজেপির জয়। এবার লাকি কুপন তথা টসে জিতে নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির দখল নিল গেরুরা শিবির। বিজেপি ও তৃণমূল উভয়েই ১৫টি করে আসন পায়। শেষ পর্যন্ত টসের মাধ্যমে হয় ফয়সলা। আর টসেই পঞ্চায়েত সমিটির দখল নেয় বিজেপি। পঞ্চায়েত দখল নেওয়ার পর আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা। গেরুয়া আবিরে রঙিন হয়ে ওঠেন তাঁরা। ওঠে ‘বিজেপি জিন্দাবাদ’ স্লোগানও।

জানা গিয়েছে, নন্দীগ্রাম ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা ৩০। তৃণমূল কংগ্রেস জয়লাভ করে ১৫টি আসনে। আর বাকি ১৫টি আসনে জয় পায় বিজেপি। প্রথমে ভোটাভুটি প্রক্রিয়া শুরু হয়। তাতে দুই দলই ১৫টি করে ভোট পায়। এরপরেই টসের মধ্য দিয়ে নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির দখল নেয় বিজেপি। সভাপতি নির্বাচিত হন শ্যামল কুমার সাউ। সহসভাপতি হন তৃণমূলের জয়ন্তী মণ্ডল।

Panchayat Board Formation : টসে জিতল বিজেপি! মহিষাদলে ‘লাকি কুপন’-ই ভাগ্য ফেরাল পদ্ম শিবিরের
এই প্রসঙ্গে নব নির্বাচন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল কুমার সাউ বলেন, ‘পঞ্চায়েত সমিতির ৩০ জন সদস্যের মধ্যে ১৫-১৫ ছিলাম। ভোটাভুটিতেও আমরা সমান সমান হয়ে যাই। তারপর টসের ব্যবস্থা করা হয়। তাতে আমার নাম উঠে এসেছে। এই জয় নন্দীগ্রামবাসীকে উৎসর্গ করতে চাই। এই জয় শুধু ভারতীয় জনতা পার্টির জয় নয়, এই জয় সারা নন্দীগ্রামবাসীর জয়। নন্দীগ্রাম কৃষিপ্রধান এলাকা, তাই কৃষির ওপরে বেশি করে জোর দেব। ১৫ বছর পঞ্চায়েত সমিতি চালিয়েও অনেক বৃদ্ধ বাবা-মাকে তৃণমূল ভাতার ব্যবস্থা করে দিতে পারেনি। আমি সেই সমস্ত মা-বাবাদের মুখে হাসি ফোটাব।’

অন্যদিকে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা কমিটির চেয়ারম্যান পীষূষকান্তি ভুঁইঞা বলেন, ‘দখল করার কিছু নেই, ওরা ১৫-আমরা ১৫, লটারিতে হয়েছে। সভাপতি ওদের, সহসভাপতি আমাদের। যখন স্থায়ী সমিতি হবে, কর্মাধ্যক্ষ সভা হবে, তখন বোঝা যাবে কারা দখল করল। বিজেপি বুঝে নেবে কত ধানে কত চাল।’ প্রসঙ্গত কিছুদিন আগে, মহিষাদল বিধানসভার লক্ষ্যা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতটিও লটারির মাধ্যমে দখল করে বিজেপি।

Panchayat Election 2023: রাম-বাম-তৃণমূলে ঐক্যসুরে মিলল পঞ্চায়েত, অভিনব জোট বোর্ড মালদার রতুয়ায়
অন্যদিকে নন্দীগ্রাম ২ ব্লকের পঞ্চায়েত সমিতিতেও বোর্ড গঠন করল ভারতীয় জনতা পার্টি। আগে সেখানে বোর্ড ছিল তৃনমূল কংগ্রেসের। তবে এবারের পঞ্চায়েত নির্বাচনে ১৪-৭ ফলাফলে তৃণমূলকে হারিয়ে এই প্রথমবার নন্দীগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করল বিজেপি। এই বোর্ডের নব নির্বাচিত সভাপতি বলেন, ‘দায়িত্ব বাড়ল। লোকসভা ভোটে তৃণমূলকে নির্মূল করব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version