নিজের প্রাক্তন প্রেমিকার বাড়ির পিছন থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার দুলালী গ্রাম পঞ্চায়েত বালাজি পাড়ার ঘটনা। মৃতের নাম অমিত মণ্ডল (২১)। তিনি বিবাহিত। তাঁর সঙ্গে প্রতিবেশী বছর ১৯ এর কলেজ ছাত্রীর দীর্ঘদিনের বন্ধুত্ব। সেই সঙ্গে প্রেম প্রণয়ের মেলামেশা ছিল বলে দাবি করেছে মৃতের পরিবারের লোকজন।

রবিবার রাতে অমিতের কাছে মোবাইল ফোনে কল যায়। দ্রুত তাঁকে কলেজ ছাত্রীর বাড়িতে আসার জন্য অনুরোধ করা হয়। তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি অমিতের, অভিযোগ এমনই। অমিতের স্ত্রী মিঠু মণ্ডল সহ পরিবারের অন্যান্য সদস্য একদিকে নিকট আত্মীয়-স্বজন, শ্বশুরবাড়িতে ফোনে যোগাযোগ করলেও কেউ তাঁর খোঁজ দিতে পারেনি।

Hooghly News: বিবাহ বহিভূর্ত সম্পর্কের জের? যুবকের অস্বাভাবিক মৃত্যুতে আটক ‘প্রেমিকা’র পরিবার
সারারাত খোঁজার পর আজ সকাল দশটা নাগাদ দেখা যায় বান্ধবী রিয়া মণ্ডলের বাড়ির পিছনে একটি আম বাগানে অমিতের মৃতদেহ ঝুলছে। এরপরই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসীরা। তারপর ছাত্রীর ও তার পরিবারের সদস্যদের চাপ দিতে থাকলে তাঁরা স্বীকার করে গতকাল রাতে অমিতকে কলেজ পড়ুয়ার মোবাইল ফোন থেকে ডাকা হয়।

Berhampore Murshidabad News : ‘পুলিশের হাত ছড়িয়ে’ নদীতে ঝাঁপ যুবকের-পরে উদ্ধার দেহ! বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল বহরমপুর
এরপরেই সন্দেহ দানা বেঁধেছে, অমিতকে পরিকল্পনা করে ডেকে এনে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ছাত্রীর বাড়ির সামনে তারা প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ যায়। গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

ওই কলেজ পড়ুয়া সহ পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিশ। মৃতের স্ত্রী দাবি করে বলেন, ‘অমিতের সঙ্গে ওই ছাত্রীর একটা সম্পর্ক ছিল। আর তার জেরেই আমার স্বামীকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। শনিবার বিকেল থেকে অমিতের ফোন পাওয়া যাচ্ছিল না। বন্ধ ছিল।’

BJP Leader Death: ‘ভালোবাসতে গিয়ে নিজের প্রাণটাই চলে গেল…’, BJP মণ্ডল সভাপতির মৃত্যুতে CBI তদন্তের দাবি স্ত্রীয়ের
তিনি আরও বলেন, ‘অমিত পরে ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু মেয়েটি অমিতকে ছাড়তে চাইছিল না।’ তারপর ধৃত ছাত্রীকে পুলিশ জেরা করে অমিতের মোবাইল ফোন ওই কলেজ ছাত্রীর বাড়ি থেকে উদ্ধার করেছে। কি কারণে অমিতকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে? না কি আত্মহত্যা? সব তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। মৃতের পরিবার জানিয়েছে, দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version