Belgharia Expressway-এর পাশে নয়ানজুলি থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার হওয়া যুবকের নাম পরিচয় জানা যায়নি। ঘটনায় স্থানীয় এক পানশালার কর্মীকে আটক করেছে দমদম থানার পুলিশ।

Uttar 24 Parganas : ৮ লাখের গয়না চুরি করে ফিরিয়ে দিল চোর
মঙ্গলবার স্বাধীনতা দিবসের সকালে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের থারে নয়নজুলি থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাস্থলে যায় ব্যারাকপুর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক ও দমদম থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে নয়নজুলিতে দেহ দেখতে পান তারপরেই তারা স্থানীয় কাউন্সিলর ও পুলিশের খবর দেন।

Uttar 24 Pargana : প্রাক্তন প্রেমিকার বাড়ির পিছনে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার! কারণ নিয়ে ধন্দে পুলিশ
পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, পাশে একটি পানশালা রয়েছে সেখানে নিত্যদিন অশান্তি হয়। তাদের আরও দাবি, উদ্ধার হওয়া যুবকের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের অনুমান, গতকাল কোনও মারধরের ঘটনা ঘটেছে তার জেরেই এই ঘটনা ঘটেছে।
স্থানীয়দের দাবিকে কার্যত মান্যতা দেন ব্যারাকপুর কমিশনারের এসিপি পদমর্যাদার আধিকারিক। তিনি বলেন, উদ্ধার হওয়া যুবকের দেহে আঘাতে চিহ্ন রয়েছে। এখনও নাম পরিচয় জানা যায়নি। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। এই ঘটনা ইতিমধ্যেই পানশালার এক কর্মীকে আটক করেছে দমদম থানার পুলিশ।

Uttar 24 Parganas News : &amp#39;প্রিয়তমা&amp#39; স্ত্রীকে গুলি, থানায় ফোন স্বামীর! নারায়ণপুরের ঘটনায় শোরগোল
ওই পানশালায় কোনও কারণে অশান্তি হয়েছিল কিনা, সেখানে কোনও ব্যক্তি এই যুবকের হত্যার সঙ্গে জড়িত কিনা সে সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পানশালায় গণ্ডগোলের কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে কিনা সে সম্বন্ধে খোঁজ নেওয়া হচ্ছে। আরও কিছু স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, এই এলাকায় পানশালায় অনেক লোকের আনাগোনা আছে। আজকে সকালে এখানে একটি দেহ পড়ে থাকতে দেখা যায়। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়। তবে যুবকটি এলাকার কেউ নয়। বাইরের কোনও অপরিচিত যুবকের দেহ ফেলে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

TMC Conflict Video : ‘অল ইন্ডিয়া জানে কে প্রধান হবে, এখন বলছে হবে না’ তৃণমূলে গৃহযুদ্ধ!

তবে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পানশালা নিত্য দিনের ঝামেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সাত সকালে এভাবে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। যত দ্রুত সম্ভব এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের ধরা হোক বলে দাবি করেছে তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version