সকাল থেকেই আকাশের মুখ ভার। কখনও মেঘ সরে গিয়ে হালকা রোদের দেখা, কোথাও আবার ঝিরি বৃষ্টি। বিগত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও গুমোট ভাব থেকে এখনও রেহাই মেলেনি। এই অবস্থায় শুক্রবার বৃষ্টিতে ভিজবে শহর, না বাড়বে তাপমাত্রা? রাজ্যের কোন কোন জেলা ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা? এক নজরে রইল শুক্রবারের ওয়েদার আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

Kolkata Weather : শনিতেই ১৮০ ডিগ্রি পালটি বর্ষার, আমূল বদলাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে জল জমে গিয়ে সমস্যা হতে পারে বলে জানা গিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতের তরফে দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Rainfall Forecast : শেষ মুহূর্তে ঘূর্ণাবর্তের খেল! কলকাতা লাগোয়া ২ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস
কলকাতার আবহাওয়া থাকবে কেমন? (Kolkata Weather Update)

কয়েকদিন ধরে শহর কলকাতা বৃষ্টিতে ভিজলেও তাপমাত্রায় খুব বেশি বদল হয়নি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ। বিগত ২৪ ঘণ্টায় কলকাতায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Kolkata Weather Forecast : ঘূর্ণাবর্ত রূপ নিচ্ছে গভীর নিম্নচাপের! দক্ষিণবঙ্গের ২ জেলায় দুর্যোগ
শুক্রবার অধিকাংশ সময়েই কলকাতার আকাশ থাকবে মেঘলা। তবে এদিন বৃষ্টিতে ভিজতে পারে শহর। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, শহর কলকাতা বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা বেশ কি্ছু অংশে সামন্য বৃষ্টিতেই জল জমে যানচলাচলের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। এদিন বৃষ্টির কারণে কোনও কোনও রাস্তায় জল জমে বিপত্তি দেখা দিতে পারে। সেই নিয়ে সতর্ক রয়েছে কলকাতা পুরসভাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version