বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতে ওই প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করল রাজ্যের দুর্নীতি দমন শাখা বা অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ। গ্রেফতার হওয়া মালদার গাজল ব্লকের অন্তর্গত বহিরগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলের প্রধানের নাম সুবোধ সরকার। তাঁকে গ্রেফতার করেছে অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ।

পাশাপাশি দুই পঞ্চায়েত কর্মীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে, সরকারি টাকা লুটপাট, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রয়েছে। সেই অভিযোগেই তাঁকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওই এলাকার এক BJP কর্মী ধনঞ্জয় সরকার খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে।

Trinamool congress : ‘মদ খাব না’, বলেছিল ছেলে! বাবাকে খুন করে ‘বদলা’ স্বরূপনগরে
BJP কর্মী খুনের অন্যতম অভিযুক্ত ছিল এই সুবোধ সরকার। গত বছরের ২৭ অক্টোবর ধনঞ্জয় সরকারের মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের পক্ষ থেকে সেই সময়কার গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবোধ সরকার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গাজল থানায় অভিযোগ দায়ের হয়। এলাকার BJP কর্মী, ধনঞ্জয় সরকারের ভাই প্রহ্লাদ সরকার যিনি সেই সময় প্রধানের বিরুদ্ধে জেলা শাসকের কাছে অভিযোগ করেছিলেন।

তাঁর অভিযোগ করার পরেই ধনঞ্জয় খুন হন বলে অভিযোগ। তাতেও অভিযোগ ওঠে সেই সময়কার প্রধান সুবোধ সরকারের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়নি। অবশেষে কলকাতা পুলিশের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ তাঁকে গ্রেফতার করল দুর্নীতির অভিযোগে। তাঁর বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকার তছরুপ করার অভিযোগ আনা হয়েছে।

Uttar Dinajpur News : ইসলামপুরে বিরাট পুলিশি অভিযান, গোষ্ঠী সংঘর্ষে ঘটনায় গ্রেফতার পঞ্চায়েত সদস্য সহ ২২ TMC কর্মী
এগুলি ১০০ দিনের কাজের টাকা বলে জানা গিয়েছে। এই বিষয়ে প্রহ্লাদ সরকার বলেন, ‘সুবোধ সরকারের বিরুদ্ধে আমিই অভিযোগ করেছিলাম পুকুর কাটার টাকার গরমিল নিয়ে। তারপর থেকে সুবোধ সরকারের আমার উপর রাগ ছিল। একদিন আমাকে না পেয়ে রাতের অন্ধকারে আমার দাদাকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। আজ শুনলাম সে গ্রেফতার করেছে। আমি তাঁর চরম শাস্তি চাই।’

Cooch Behar News : ভোটের দিন BJP-র পোলিং এজেন্ট খুন, ১মাস পর গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য
মৃত ধনঞ্জয়ের ছেলে পরিতোষ সরকার বলেন, ‘ওই ব্যক্তি শুধু আর্থিক তছরুপই করেনি, আমার বাবাকেও হত্যা করেছে। সেটার বিচার আজ পর্যন্ত পাইনি। পুলিশ সেই সময় কোনও সাহায্য করেনি আমাদের। এখন চুরির অভিযোগে দুর্নীতি দমন শাখা তাঁকে গ্রেফতার করেছে। এবার অন্তত প্রশাসন আমাদের বিচার দিক। আমার বাবার হত্যার তদন্ত পুনরায় শুরু হোক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version