‘আমার সাফল্যের জন্য ওঁর অবদান অনস্বীকার্য’, বাংলার সহায়িকা জগতের ‘বাদশা’ দেবাশীষ মৌলিক প্রয়াত


বাংলার শিক্ষা জগৎ-এ নক্ষত্র পতন! চলে গেলেন প্রান্তিক প্রকাশনার কর্ণধার দেবাশীষ মৌলিক। বাংলার ছাত্র-ছাত্রীরা একাধিক সহায়িকা বই উপহার পেয়েছেন তাঁর থেকে। প্রকাশনা জগতের অন্যতম পথ প্রদর্শক প্রয়াত হলেন ৬৬ বছর বয়সে। তাঁর প্রয়াণে বাংলার শিক্ষা জগতে শোকের ছায়া।

Trams In Kolkata : ট্রাম থাকুক শহরের চার রুটেই, চান মেয়র
ছোটবেলায় স্কুলে দেবাশীষ মৌলিকের সহায়িকা পড়েননি এরকম পড়ুয়া মেলা ভার। ছক বাধা পাঠ্য পুস্তকের বাইরে পড়ুয়াদের সুবিধার্থে বাজারে বিভিন্ন বিষয়ে সহায়িকা বই এনে স্কুলের পড়ুয়াদের ‘ছাত্র বন্ধু’ হয়ে উঠেছিলেন তিনি। তাঁর হাতে গড়া প্রান্তিক প্রকাশনার জগতে ছাপ ফেলে দিয়ে যায়। বিদ্যালয়ের পড়ুয়াদের সহায়িকা বই নিয়ে এসে একটা নতুন যুগের কাণ্ডারী হিসাবে তাঁর কৃতিত্ব অনস্বীকার্য। পাঠ্য পুস্তকের বাইরেও সহায়িকা বই পড়ুয়াদের অনুশীলন এবং পরীক্ষায় ভালো নম্বর বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলার পড়ুয়াদের বইয়ের তাকে জায়গা করে নিয়েছিল তাঁর মস্তিষ্ক প্রসূত সহায়িকা বই।

JU Ragging Case : মুখচোরা ছেলেগুলো র‍্যাগিংয়ে…! বিশ্বাস হচ্ছে না আত্মীয়দের
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে স্তরের তাঁর সম্পাদিত সহায়িকা বইও আজও অনেক শিক্ষকদের পছন্দের তালিকায় থাকে। তাঁর প্রয়াণে বাংলার শিক্ষা জগতের অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন অনেকেই। বিশেষত ইতিহাস, ভূগোলের সহায়িকা বই বছরের পর বছর ধরে ‘বিশল্যকরণী’র ন্যায় কাজ করেছে।

West Bengal Weather Forecast : ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি! মঙ্গলে ফের কামব্যাক বৃষ্টির
তাঁর মৃত্যুতে সামাজিক মাধ্যমেও শোকবার্তা প্রকাশ করছেন গুণমুগ্ধ পাঠক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা। অনেকেই বলছেন, তাঁর বইয়ের ভরসাতেই উতরানো গিয়েছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের গণ্ডি। পড়ুয়াদের ‘ভালো নম্বর’ তুলতে প্রান্তিকের একাধিক সহায়িকা বই বৈতরণী পার করেছে বলে জানাচ্ছেন অনেকেই।

Kolkata Book Fair: ‘সিরিয়াস বইয়ের বিক্রি অনেক বেড়েছে…’

বাংলার শিক্ষা জগৎ এবং প্রকাশনা অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন অনেকে। নিজের স্ত্রী ও কন্যা ছাড়াও রেখে গেলেন তাঁর প্রকাশনা সংস্থার কর্মীদের। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ প্রকাশনা সংস্থার কর্মীরাও। সংস্থার এক কর্মী জানান, ওঁর মতো মহান মাপের মানুষ হয় না। সদা হাস্য, মিশুকে মানুষ ছিলেন তিনি। কাজের মধ্যে থাকতে ভালোবাসতেন সব সময়। ওঁর মৃত্যুতে আমরা মর্মাহত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *