বিধায়কের জুতো গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন খাঁকি উর্দিধারী এক পুলিশ কর্মী। শুধু তাই নয় বিধায়ককে সেই জুতো পরিয়েও দিচ্ছেন ওই পুলিশ কর্মী। TMC বিধায়ক জাফিকুল ইসলামকে নিয়ে এমনই এক ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এরকম ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক।

Murshidabad News : সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, রঘুনাথগঞ্জে উড়ে গেল ICDS সেন্টারের ছাদ
পুলিশ কর্মীর এহেন আচরণের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। হাতে গরম ইস্যু নিয়ে রাজনৈতিক ময়দানে নেমেছে বিরোধীরা। মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক বাতাসে ভাসছে এই খবর। যদিও এই ভিডিয়ো সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিট্যাল।
ছবিতে দেখা যাচ্ছে নিজের ঝাঁ চকচকে কালো গাড়ি থেকে সাদা পাজামা পাঞ্জাবি পরে নামছেন ডোমকলের তৃণমূল বিধায়ক তথা ডোমকল পুরসভার প্রশাসক জাফিকুল ইসলাম। এরপর গাড়ি থেকে বিধায়কের জুতো বার করে দিলেন ওই পুলিশ কর্মী। বিধায়ককে জুতো পরিয়েও দিলেন।

Mid Day Meal : মিড ডে মিলের চালে কিলবিল করছে পোকা? শোরগোল সাগরপাড়ায়
একজন পুলিশ কর্মী উর্দি পরে কীভাবে নিজের কর্তব্য ভুলে গিয়েছেন? তা নিয়েই উঠছে প্রশ্ন। উর্দি পরে এমন কাজ কি করা যায়, প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও বিধায়কের সাফাই পুলিশ কর্মী নয়, গাড়ি থেকে জুতো বার করে দিয়েছেন তাঁর নিজের ভাইপো। ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

Murshidabad News : হুকিং রুখতে গিয়ে বিপত্তি! গণধোলাই খেলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা, উত্তেজনা নবগ্রামে
স্থানীয় এক বিজেপি নেতা জানান, এরকম ঘটনা হামেশাই ঘটছে। তৃণমূল নেতারা পুলিশকে দলদাস পরিণত করেছে। সেই কারণে তাঁদের দিয়ে এরকম কাজ করাতে বাধ্য করছে। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার জায়গায় এসব কাজ করে বেড়াচ্ছে। ঘটনাটি নিয়ে বিরোধীদের তরফে কটাক্ষ করা হচ্ছে। পুলিশ কর্মীকে দিয়ে এরকম কাজ করানোর ব্যাপারে সমালোচনা করছেন অনেকেই।

Panchayat Board : বোর্ড গঠন! এগিয়ে বিরোধীরা! উত্তেজনা জলঙ্গিতে!

প্রসঙ্গত, দুদিন আগেই এরকম একটি ঘটনা লক্ষ্য করা যায় পূর্ব বর্ধমান জেলায়। বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তরের বিধায়কের জন্মদিন পালন করছেন। সেই জন্মদিনের অনুষ্ঠানের জন্য বিধায়কের পার্টি অফিসে যান পূর্বস্থলী থানার আইসি সন্দীপ কুমার গঙ্গোপাধ্যায়। এরকম একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বিধায়ককে কেক খাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশ আধিকারিককে সঙ্গে এরকম একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে বিরূপ মন্তব্য করতে শুরু করেন অনেকেই। গোটা ঘটনায় বিতর্ক শুরু হয়। যদিও, ওই পুলিশ কর্তা নিজে থেকেই ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে জানানো হয় বিধায়কের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version