এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন তাঁরই ছাত্রীরা। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে হেনস্তার শিকার হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিদ্যা বিভাগের ছাত্রীরা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিক বার তাঁরা বিভাগীয় প্রধান থেকে শুরু করে অধ্যক্ষ, কর্ম সচিব এবং উপাচার্যকে অভিযোগ জানিয়েছেন। কিন্তু সেই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনওরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। এমনকি তাঁরা এই ঘটনার প্রতিবাদে বিশ্বভারতীর আইসিসিতেও অভিযোগ জানিয়েছেন।

Visva Bharati VC: ‘যৌন নির্যাতনের ভুয়ো অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের বদনাম করা হচ্ছে’, ধরনায় খোদ বিশ্বভারতীর উপাচার্য
কিন্তু তারপরেও কোনওরকম পদক্ষেপ গ্রহণ না করায় তাঁরা নিজেদেরকে কেরিয়র নিয়ে অনিশ্চয়তার মুখে রয়েছেন এবং এই সকল ঘটনার প্রতিবাদে সোমবার থেকে তাঁরা অনশন করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন দুপুর বারোটার সময় এই অনশন শুরু হয় শান্তিনিকেতনের সুবর্ণরেখার মোড়ের কাছে।ছাত্রীদের তরফ থেকে জানানো হয়েছে কর্তৃপক্ষ যতক্ষণ না যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছেন ততক্ষণ তাদের এই অনশন চলবে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই জানা গিয়েছে।

Visva Bharati University : ‘রাজ্যের নেত্রী এখানে আসেন অপমান করে চলে যান’, মুখ্যমন্ত্রীকে নিশানা বিশ্বভারতীর উপাচার্যের
অভিযুক্ত অধ্যাপকের নাম ডঃ অর্ণব ঘোষ। যদিও এই বিক্ষোভে ছাত্রীরা অংশ নিয়েছেন মুখে কাপড় চাপা দিয়ে। এই বিক্ষোভের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, ‘২০২১ সাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অভিযোগ করছি। আমাদের রীতিমতো শারীরিক ও মানসিক হেনস্তা করা হচ্ছে। অধ্যাপক ডঃ অর্ণব ঘোষ এই কাণ্ডের সঙ্গে জড়িত। কিন্তু এই বিষয়ে আমরা কারও থেকে কোনও রকম সহায়তা পাইনি। তাই বাধ্য হয়ে আজ প্রতীকী অনশনের বসতে হয়েছে’। ওই ছাত্রী আরও বলেন, ‘২০২১ সাল থেকে আমরা অভিযোগ করলেও এই কাণ্ড ঘটছে তার আগে থেকেই।

Visva Bharati University News: ‘স্বপ্ন নিয়ে পড়তে এসেছিলাম…শারীরিক-মানসিক নির্যাতন আমায় শেষ করে দিয়েছে’, বিশ্বভারতীর পড়ুয়ার পোস্টে চাঞ্চল্য
দেখা গিয়েছে এই কারণে বিভিন্ন মহিলা স্কলার মাঝপথে রিসার্চ ছেড়ে চলে গিয়েছেন’। যদিও এই অনশনের বিষয়ে এখনও পর্যন্ত কর্তৃপক্ষের কেউ মুখ খোলেননি। উল্লেখ্য, বেশ কদিন ধরেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা দেখা দিচ্ছে।

Anupam Hazra News : ‘…মানুষ ভাবে মোদীজির সায় রয়েছে’, উপাচার্যকে নিয়ে বিস্ফোরক ‘প্রাক্তনী’ অনুপম
৪ দিন আগেই রাজ্য সরকারের পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, এই অভিযোগ তুলে বিশ্বভারতীর উপাচার্য অবস্থান বিক্ষোভে বসেন। উপাচার্যের পাশাপাশি আধিকারিক, কর্মী, অধ্যাপক এবং বিশ্বভারতীর বিভিন্ন ভবনের অধ্যক্ষরা মিলিতভাবে অবস্থান বিক্ষোভে সামিল হন। গত বুধবার দুপুর থেকে বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরির সামনে ধর্না কর্মসূচি চলে।

পুলিশের ভূমিকা নিয়ে সেদিন উপাচার্য বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমরা কর্তৃপক্ষের তরফ থেকে যে অভিযোগ করছি তা কোনও গুরুত্ব পাচ্ছে না। অথচ আমাদের বিরুদ্ধে যারা অভিযোগ করছে সেটিতে অতি সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version