আর্থিক অনটনের কারণে সংসার চালানো দায়! নিজের কোলের একরত্তিকে Howrah Station-এ ছেড়ে এল মা। শিশুর মুখে দু’মুঠো খাবার তুলে দিতে না পারার কারণেই শিশুকে স্টেশনে ছেড়ে যান এক মহিলা বলে অভিযোগ। শিশুটিকে উদ্ধার করে রেল পুলিশ।

Howrah TMC : তৃণমূলের নব জোয়ারের ঢেউ! ৯টি পঞ্চায়েত সমিতিতে নতুন মুখ হাওড়ায়
পুলিশ সূত্রে জানা যায়, এক বছরের সন্তানকে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসা করাতে এনেছিলেন মা সিমি পারভিন। এরপরেই তিনি হাওড়া স্টেশনে যান। অথচ ওই মহিলা দাবি করেন, হাসপাতালে আসা এক মহিলার কোলে সন্তানকে নিয়ে যান দেখভালের জন্য।
প্রায় দু’ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর তিনি বাকড়ায় নিজের বাড়িতে ফিরে যান। পাড়া প্রতিবেশী নিয়ে তার স্বামী এবং পরিবারের লোকজন হাওড়া জেলা হাসপাতালে আসেন। পরিবারের অভিযোগ ছিল, তাদের বাচ্চাকে চুরি করা হয়েছে। এই ঘটনা জেলা হাসপাতালে উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে আসে হাওড়া থানার পুলিশ। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ।

Howrah Road Accident : গাড়ি কিনে শিখতে গিয়ে বিপত্তি! হাওড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, আহত ২
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের পাবলিক প্লেস থেকে বাচ্চাটি চুরি হতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী হাওড়া স্টেশনের রেল পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, শিশুটিকে নিয়ে তার মা ডাক্তার দেখানোর জন্য প্রথমে হাওড়া জেলা হাসপাতালে আসেন।

WB Panchayat Election 2023 : ৭ পঞ্চায়েত সমিতির সভাপতি পদে নয়া মুখ, &amp#39;নবজোয়ার&amp#39;-এর ঢেউয়ে ভাসছে হাওড়া!
সেখান থেকে ডাক্তার না দেখিয়ে তিনি সরাসরি হাওড়া স্টেশনে চলে যান। এরপর হাওড়া স্টেশনে ২ নম্বর এবং ৩ নম্বর প্লাটফর্মের কাছে বাচ্চাটিকে ফেলে রেখে ফের হাওড়া হাসপাতালে ফিরে আসেন। হাওড়া স্টেশন থেকে রেল পুলিশ শিশুটিকে উদ্ধারের পর তাকে চাইল্ড লাইনের হাতে তুলে দেয়। আজ বিকেলে হাওড়া থানার ওসি এবং হাওড়া জিআরপির আধিকারিকরা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করলে ওই মহিলা ভেঙে পড়েন।

Howrah Station : টিকিয়াপাড়া কারশেডের রেল লাইনের ধারে বোমাতঙ্ক

রেল পুলিশের পক্ষ থেকে শিশুটিকে চাইল্ড লাইনের হোমে পাঠানো হয়েছে। তার মাকে উইমেন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে আর্থিক অনটনের কারণে শিশুটির মা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। শিশুটিকে লালন-পালন করার ক্ষমতা নেই। এছাড়াও তার স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। এই ঘটনার পেছনে এই কারণগুলো আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটিকে কেন সে রাখা হল, গোটা ঘটনায় তার পরিবারের ভূমিকা কী, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version