বিগত কয়েক বছর ধরেই দুর্গোৎসবের পরে শহর কলকাতা তথা রাজ্যবাসীর অন্যতম আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে পুজো কার্নিভ্যাল। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা রেডরোডে এই কার্নিভ্যাল আয়োজিত হয়, যা দেখতে উপস্থিত থাকেন ভিভিআইপি থেকে সাধারণ মানুষ। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। সেক্ষেত্রে এবারে কবে হতে চলেছে দুর্গা পুজোর কার্নিভ্যাল, মঙ্গলবার তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গা পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, এই বছর কার্নিভ্যাল হবে আগামী ২৭ অক্টোবর। সেক্ষেত্রে যে সমস্ত পুজো কমিটি কার্নিভ্যালে অংশ নেবে তাদের ওই দিনই নিরঞ্জন করতে হবে বলে জানান মমতা। আর যারা শোভাযাত্রায় অংশ নেবে না, তাদের প্রতিমা নিরঞ্জন করতে হবে ২৪, ২৫ ও ২৬ অক্টোবরের মধ্যে।

Mamata Banerjee Sujit Bose: ‘রাস্তা ব্লক হলে আমি তোমাকে ব্লক করব’, পুজো উদ্যোক্তাদের বৈঠকে সুজিতকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
অন্যদিকে এদিন পুজো নিয়ে পুলিশ প্রশাসন ও কমিটিগুলিকে বেশকিছু নির্দেশও দেন মতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ, পরিবহণ দফতরকে বিশেষ বাস রাখতে হবে। একইসঙ্গে হঠাৎ করে কোনও সমস্যা হলে যাতে সামাল দেওয়া যায় তার ব্যবস্থা রাখতে হবে, সুনিশ্চিত করতে হবে মেয়েদের নিরাপত্তা, সর্বক্ষণ চালু রাখতে হবে পুলিশ কন্ট্রোল রুম। পাশাপাশি পুজো কমিটিগুলিকে বেশি করে ভল্যান্টিয়ার রাখতে হবে ও মণ্ডপে প্রবেশ এবং বাহিরের জন্য রাখতে হবে পৃথক জায়গা।

মুখ্যমন্ত্রীর আরও নির্দেশ, প্রতিটি মণ্ডপে নিরাপদ বিদ্যুৎ এবং আগুন নেভানোর ব্যবস্থা রাখতে হবে। স্থানীয় প্রশাসনকে বিসর্জনের জায়গায় রাখতে হবে পর্যাপ্ত পরিমান আলো। সমস্ত জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে প্রশাসনকে। রাখতে হবে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স এবং অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা। এছাড়া হেল্পলাইন নম্বরগুলি যেন ঠিকঠাকভাবে কাজ করে সেই দিকটিও নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মমতা।

Kolkata Police Anti Ragging Helpline Number : ব়্যাগিং রুখতে নতুন হেল্পলাইন নম্বর চালু কলকাতা পুলিশের, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
এদিন কলকাতার পাশাপাশি জেলার পুজোরও ভূয়ষী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, এখন গ্রামেও খুব ভাল পুজো হচ্ছে, প্রায় ৪০ হাজার পুজো হয়। তার মধ্যে কলকাতায় হাজার তিনেক হবে, বাকিটা জেলায়। প্রতিটা হাউজিংয়েও পুজো হয়। তারা আবশ্য কারও থেকে সাহায্য না নিয়ে পুজো করে। সকলে মিলে যেটা করে ভালই করে। অন্যদিকে পুজোর সময় রাস্তাঘাটে যান চলাচল যাতে মসৃণ থাকে সেই বিষয়টি দেখার জন্য কলকাতা পুলিশকে সাফ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রসঙ্গও উত্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পুজোর দিনে বৃদ্ধাশ্রমের আবাসিকদের ভোগ খাওয়ানোর পরামর্শও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version