চাষ করার জন্য মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ কোনও ধাতব বস্তুতে আঘাত লাগার শব্দ, তারপর আরও একটু খুঁড়তেই উঠে এল সিন্দুক, কিংবা পুরনো বাড়ির দেওয়ালের মধ্যে লুকনো বাক্স, খুলতেই চোখের সামনে চকচক করে উঠল গোপনে রাখা গুপ্তধন। এই ধরণের, গল্প ছোটবেলায় কমবেশি আমরা প্রত্যেকেই শুনেছি। শিশুমন অনেক সময়, সেই লুকনো সিন্দুক বা তার মধ্যে থাকা গুপ্তধনের কথা ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে যেত। মনে হত, এমন কোনও সিন্দুক বা গুপ্তধনের সন্ধান যদি সত্যিই পাওয়া যেত…

আর সেই কল্পনাই এবার যেন বাস্তব হল। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড। শতবর্ষ প্রাচীন বাড়ি ভাঙার সময় উদ্ধার হল রহস্যজনক এক সিন্দুক। খবর ছড়িয়ে পড়তেই সিন্দুক দেখতে ভিড় জমান বহু মানুষ। প্রত্যেকরই কৌতুহল, কী রয়েছে ওই সিন্দুকের মধ্যে? খবর যায় পুলিশের কাছে। ঘটনাস্থলে পৌঁছে সিন্দুকটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

জানা গিয়েছে, ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিকাশ রায়। জেসিবি দিয়ে ভাঙা হচ্ছিল বিকাশবাবুর শতবর্ষ প্রাচীন মাটির জরাজীর্ণ বাড়িটি। সেই সময়ই ঘটে যায় অবাক করা ঘটনা। মাটির নীচ থেকে বেরিয়ে আসে রহস্যজনক একটি সিন্দুক। সেই খবর এলাকাবাসীদের কানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তাঁরা ভিড় জমান বিকাশ রায়ের বাড়িতে। কী আছে ওই সিন্দুকে? জানার জন্য কার্যত অধৈর্য্য হয়ে পড়েন তাঁরা। খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ। কিন্তু কোনওভাবেই খোলা যায়নি ওই সিন্দুকটি।

Kharagpur News : খড়গপুরে বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন, পাশেই পেট্রোল পাম্প থাকায় তীব্র আতঙ্ক
এই প্রসঙ্গে এলাকার বাসিন্দাদেরই একাংশ জানায়, বিকাশ রায়ের বাড়িতে পাওয়া সিন্দুকটি জনৈকা রিক্তা রায়ের। রিক্তা রায়ের পরিবার অবশ্য বাড়িটি বিকাশ রায়কে বিক্রি করে। এদিন, খবর পাওয়ার পরেই রিক্তা রায়ের পরিবারের সদস্যরা পুলিশি হস্তক্ষেপ দাবি করেন। পুলিশ সিন্দুকটি উদ্ধার কের নিয়ে যায়। যদিও উদ্ধার হওয়া ওই সিন্দুকটি খোলা যায়নি বলেই জানা যাচ্ছে।

Chandrayaan 3 News: PVC পাইপ দিয়ে তৈরি টেলিস্কোপ! শিক্ষকের কেরামতিতে চন্দ্রযান ৩-এর অবতরণ দেখতে দারুণ আয়োজন দাঁতনে
প্রসঙ্গত, বছর কয়েক আগে শতাব্দী প্রাচীন এক লোহার সিন্দুক উদ্ধার হয় সংস্কৃত কলেজে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সেই সিন্দুক ভেঙে তার ভিতর থেকে উদ্ধার হয় বহু মূল্যবান কিছু নথি। সিন্দুকের মধ্যে ছিল স্বাধীনতার আগের সময়ের অনেক চেকবই, রুপোর মেডেল ও পদক। একইসঙ্গে সাতটি খামও উদ্ধার হয় ওই সিন্দুক থেকে। সেই ঘটনাকে ঘিরেও বিভিন্নমহলে তৈরি হয়েছিল কৌতুহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version