দুর্গাপুজোয় এ বছর ৭০ হাজার টাকা অনুদানের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। যদিও অনুদানের অর্থ ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি। এই পুজোর অন্যতম পৃষ্ঠপোষক তথা BJP নেতা সজল ঘোষের মত কী? কেন অনুদান অপ্রয়োজনীয়? – জানালেন সজল ঘোষ

আমরা অনুদানটা কেন নেব? সরকারের ট্যাক্সের টাকায় দুর্গাপুজোয় পিকনিকে মদ খেতে, আনন্দ করতে বা প্রতিমা সাজাতে, যাই বলুন। এটা কি করা যায়?

অভিভাবকের সঙ্গে দায়িত্বশীল পুত্রের ব্যবহার

উনি (মুখ্যমন্ত্রী) আমাদের অভিভাবক। বাংলার মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক তো! বাড়িতে বাবা বলছেন টাকা নেই। সেই বাবার থেকে এতো টাকা নেব কেন? উনি বলছেন রাজ্যের টাকা নেই। তাহলে একজন দায়িত্বশীল পুত্র হিসাবে আমরা সেই টাকা নেওয়া উচিত নয়। কারণ, ওই টাকা আমাদের পাওনা নয়। টাকাটা নেওয়া উচিত নয়।

Durga Puja 2023 : &amp#39;সবিনয়ে ফিরিয়ে দিলাম&amp#39;, ৭০ হাজার অনুদান নিল না কলকাতার নামী পুজো কমিটি
টাকা প্রয়োজন কাঁদের?

যাঁদের টাকাটা পাওনা, চাকরির দাবিতে রাস্তায় ছেলে-মেয়েরা ধর্মতলায় প্রায় নয়শো দিন বসে আছে। আর কদিন বাদে কার্নিভালের সময় যাঁদের সাদা কাপড়ে শ্রাদ্ধবাড়ির মতো থান দিয়ে মুড়ে দেওয়া হবে, যাতে তাঁদের দেখা না যায়। আমি অনুরোধ করেছি মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের ভাগের টাকাটা যদি সম্ভব হয়, ওখানে কোনও একটি দুঃস্থ ছেলেকে দু’মাসের মাইনে হিসেবে দিয়ে দিন।

সরকারি কর্মীরাও অবহেলিত

আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি, যাঁরা DA এর জন্য আন্দোলন করছে, যাঁরা সরকারি কর্মচারী, তাঁদের তো ওইভাবে দিতে পারবেন না। আপনার পরিচিত সরকারি কর্মচারী, হতে পারে যে পুলিশটা সবচেয়ে বেশি BJP পেটায় তাঁর পাঁচ মাসের DAটা আপনি এখান থেকে দিয়ে দিন।

Mamata Banerjee News: &amp#39;ছেলেটা পরশু ফিরেছে…যখন তখন আসছে!&amp#39; পরিবারের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা মমতার
কোটিপতি পুজো কর্তার টাকা লাগে?

এই টাকায় চোখের জল আছে, রক্ত আছে। আচ্ছা, বলুন তো যেগুলো গ্রামের ছোট পুজো, সাবেকি পুজো সেগুলিকে দিলে না হয়, মানা যায়। যে পুজো কর্তার টুকটুকে লাল গার্লফ্রেন্ড খাটের উপরে, টুকটুকে লাল টাকার বান্ডিল খাটের নিচে, সেই পুজো কমিটির এই টাকাটা লাগে।

Saree In Cheap Rate: পুজোর আগেই নামমাত্র দামে দারুণ শাড়ি, শুরু মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘বাংলার শাড়ি’
ভোট দেওয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত

উনি (মুখ্যমন্ত্রী) বলেছেন ‘এরা সরকারের প্রচার করে।’ সরকারের নয়, এরা পার্টির প্রচার করে। এটা তো আর বলা যায় না। দ্বিতীয়ত উনি বলেছেন, তোমরা পাশে থাকবে তো?’ পাশে থাকা মানে কি? পাশে থাকবে মানে, পুজো কমিটি সরকার চালাবে এটা হতে পারে না, আসলে উনি বলেছেন ভোটটা দিও আমায়।

ভাতা দেওয়ার মন্ত্রীমশাই

এই প্রশ্নটা করতে চাই? আগে একটা কথা ছিল – ‘ভাত দেওয়ার জো নেই, কিল মারার গোঁসাই।’ এখন হচ্ছে – ভাত দেওয়ার জো নেই, ভাতা দেওয়ার মন্ত্রীমশাই। জলসাঘর সিনেমাটা দেখেছেন, ছবি বিশ্বাস জলসা করতেন নিজের আভিজাত্য, বনেদিয়ানা বজায় রাখতে। আর ইনি এটা করছেন ভোট কিনতে। সমস্ত সংবাদমাধ্যম, সুস্থ মানুষ এর বিরোধিতা করবে। কিন্তু, উনি সেটা মানবেন না। উনি জানেন, ক্যাশ টাকার বিষয়টাই আলাদা।

Mamata Banerjee Durga Puja 2023 Video : ‘পুজোর অনুদান এবার হাফ করে দিই?’

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন BJP নেতা সজল ঘোষ। গত বছর অমৃত মহোৎসব উপলক্ষ্যে এই পুজো কমিটি লালকেল্লা থিম বানিয়েছিল। এবার ‘রাম মন্দির’ থিম করতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার। জানা যাচ্ছে, স্বয়ং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই পুজো উদ্বোধন করতে আসতে পারেন। আগেরবারের তুলনায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো আরও বেশি দর্শনার্থী এসে দেখবেন বলে জানান সজল ঘোষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version