আর কিছুক্ষণের মধ্যেই চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান ৩। ISRO-র বিজ্ঞানীদের পাশাপাশি গোটা দেশ এখন চন্দ্রযানের সফল ল্যান্ডিংয়ের স্বপ্নে বুঁদ। এই অবস্থায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বিশ্বের সমস্ত উন্নতশীল দেশকে পিছনে ফেলে সাফল্যের মুখ দেখবে ভারতের চাঁদ অভিযান। এমনই দাবি করলেন বিজেপি সাংসদ দিলীপ।

বুধবার সাত সকালে কংসাবতী সেতু পরিদর্শন করতে আসেন বিজেপি সাংসদ। সেতু মেরামতি ও নতুন সেতু তৈরিতে রাজ্যের ব্যর্থতাকেই কার্যত তুলে ধরেন বিজেপির এই হেভিওয়েট নেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে উন্নয়নের প্রশ্নে কেন্দ্র রাজ্য সংঘাত নিয়েও মুখ খোলেন বিজেপি সাংসদ।

Chandrayaan 3 vs Luna 25 : ডাহা ফেল রাশিয়ার লুনা, প্রথম চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়ে ইতিহাস গড়বে ISRO চন্দ্রযান ৩
সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রযান প্রসঙ্গে দিলীপ বলেন, ‘চন্দ্রযান ৩ অভিযান সফল হবে। দেশের ১৪০ কোটি লোক শুধু নয়, সারা বিশ্বের পাশাপাশি চিন ও পাকিস্তানও ভারতের চন্দ্রযানের দিকে তাকিয়ে রয়েছে। ভারতের ল্যান্ডার বিক্রম কখন চাঁদের মাটি ছোঁবে, সবাই সেই অপেক্ষা রয়েছে। গতবারে চাঁদ অভিযান সফল হয়নি। আমাদের প্রতিভাবান বিজ্ঞানীরা ভুল সংশোধন করে পাঠিয়েছেন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, সব কিছু যেন ঠিক থাকে। ভারত বিশ্বগুরু হবে, এটা তার দিকে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

Chandrayaan 3 Landing Date Time : শেষ ব্রেকের পরও সুপার স্টেডি চন্দ্রযান-৩, চাঁদে অবতরণের দিনক্ষণ ঘোষণা ইসরোর
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‌্যাগিংয়ের ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে ‘JNU দাওয়াই’-এর নিদান দিয়ে বিতর্ক বাড়িয়েছিলেন দিলীপ। এদিন ফের যাদবপুর ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। তিনি বলেন, ‘যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সে রাজ্যে পড়ুয়াদের র‌্যাগিং করার ক্ষমতা আছে? মাটির নিচ থেকে তুলে আনা হবে। JNU কে ঠান্ডা করে দেওয়া হয়েছে। বিজেপির নামেই ঠান্ডা হয়ে যাবে। এই ঘটনার জন্য রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার দায়ী।’

Chandryaan-3 and Luna-25 : দিন চারেকের মধ্যেই চাঁদের পিঠে থাবা দুই দেশের, কীসের খোঁজে তল্লাশি?
প্রসঙ্গত, ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টা থেকেই শুরু হয় ভারতের চাঁদ ছোঁয়ার স্বপ্ন। চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে রওনা দেয় চন্দ্রযান-৩। বিগত ৪০ পৃথিবী ও চাঁদ মিলিয়ে ১২টি কক্ষপথ পার করে আজ সন্ধে ৬টা নাগাদ চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান ৩। ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছুঁলে একদিকে যেমন মহাকাশ গবেষণার নতুন দিক খুলে যাবে, তেমনভাবেই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হবে ভারতের নাম। কারণ পৃথিবীর কোনও দেশ এখনও চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছুঁতে পারেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version