শক্তি উপাসনার অন্যতম প্রধান আরাধ্য দেবী মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা। এই দুর্গোৎসবকে ঘিরে একদিকে যেমন বাংলায় মৃৎশিল্প বিকশিক হয়, তেমনই বাংলার কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত দারুশিল্প বা কাঠের শিল্পকর্মও বিশেষভাবে স্থান পায়। আর তারই প্রমাণ পাওয়া গেল আরও একবার। পূর্ব বর্ধমান জেলার প্রখ্যাত কাষ্ঠশিল্পী সুরঞ্জন সরকারের হাতে তৈরি কাঠের দুর্গা প্রতিমা এই বছর পূজিতা হবে মালয়েশিয়ায়। কিছু দিনের মধ্যেই প্রতিমাটি সুদূর মালয়েশিয়ায় পাড়ি দেবে। তার আগে প্রতিমাটি একবার চাক্ষুস করতে শিল্পী সুরঞ্জন সরকারের বাড়িতে উপচে পড়ছে দেবী দুর্গার ভক্তদের ভিড়।

শিল্পী সুরঞ্জন সরকারের বাড়ি কাটোয়া মহকুমার আকাইহাট গ্রামে। কাঠের শিল্পী হিসেবে তাঁর নাম ডাকও রয়েছে যথেষ্টই। প্রায় চল্লিশ বছর ধরে তিনি কাঠের নানান নজর কাড়া আসবাবপত্র তৈরি করে চলেছেন। শুধু দেশী নয়, বিদেশীরাও কেনেন তাঁর আসবাবপত্র। তবে এই প্রথম কাষ্ঠশিল্পী সুরঞ্জন সরকার তৈরি করলেন কাঠের দুর্গা প্রতিমা। তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে ২৫ সিএফটি-র গামার কাঠের উপর খোদাই তৈরি করেছেন এই প্রতিমা। এর উচ্চতা ৭ ফুট ২ ইঞ্চি। প্রতিমায় দেবীর বাহন সিংহ এবং অসুরও রয়েছে।

Durga Puja Carnival : এই বছর পুজো কার্নিভ্যাল কবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ভাসান নিয়ে বড় নির্দেশ
শিল্পীর নিপুন হাতের দক্ষতায় অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে দুর্গা প্রতিমার রূপে, যার নকশা ও কারুকার্য দেখে চোখ ফেরনো দায়। দুর্গা প্রতিমা ছাড়াও গণেশ মূর্তি এবং রাধাকৃষ্ণ মূর্তিও সুরঞ্জন বাবু তৈরি করেছেন। সেগুলিও অসাধরণ শিল্প নৈপুণ্যতায় ভরপুর।

কত পেলেন পারিশ্রমিক?

শিল্পী সুরঞ্জন সরকার জানান, তাঁর ভাই কর্মরত রয়েছে মালয়েশিয়ায়। ভাইয়ের পরিচিত সেখানকার এক অবাঙালী ব্যবসায়ী দেবী দুর্গার ভক্ত। বাড়িতে পুজো করবেন বলেই তিনি কাঠের দুর্গা প্রতিমা তৈরির বরাত দিয়েছেন। গণেশ ও রাধাকৃষ্ণের মূর্তির বরাতও মালয়েশিয়া থেকেই পেয়েছেন। শুধু বরাত দেওয়াই নয়, তিনটি মূর্তির জন্য ২ লক্ষ টাকা ইতিমধ্যে হাতে পেয়েছেন বলে জানান সুরঞ্জনবাবু। তিনি বলেন, আগে কাঠের অন্য দেব দেবীর মূর্তি তৈরি করেছি। কিন্তু দেবী দুর্গার প্রতিমা কখনও তৈরি করিনি। এবারই প্রথম তৈরি করলাম।’

Ram Mandir in Kolkata Durga Puja: ৫০ ফুটের রাম মূর্তি, কলকাতার রাম মন্দির উদ্বোধনে হয়তো শাহ
তিন মাস আগে দুর্গা প্রতিমা তৈরির বরাত আসার পরেই দিনরাত এক করে কাজ শুরু করেন শিল্পী। দুর্গা, গণেশ ও রাধাকৃষ্ণের মূর্তি তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। তিনটি মূর্তি আগামী সেপ্টেম্বরে মালয়েশিয়া পাড়ি দেবে বলে শিল্পী সুরঞ্জন সরকার জানিয়েছেন। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘বাংলার হস্তশিল্প, কুটিরশিল্প ও মৃৎশিল্পের খ্যাতি এখন দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। কাটোয়ার প্রখাত কাষ্ঠশিল্পী সুরঞ্জন সরকার হাত ধরে সেই খ্যাতি নতুন মাত্রা পেল।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version