রাজ্য বিনিয়োগ টানা লক্ষ্যে মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন বলে জানা গিয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানে সেদেশের নামী শিল্পপতিদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। ফেরার পথে দুবাইয়ে অনাবাসী ভারতীয় শিল্পপতিদের সঙ্গে একটি বৈঠকও করতে পারেন মমতা।
চলতি বছর নভেম্বরে কলকাতা আয়োজিত হবে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস। সেই সম্মেলেন দুই দেশের শিল্পপতিদের মমতা আমন্ত্রণ জানাতে পারেন বলেই মনে করা হচ্ছে। এমনকী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে প্রস্তুতি বৈঠকও করতে পারেন মুখ্যমন্ত্রী। মমতার এই বিদেশ সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বণিকমহল। মুখ্যমন্ত্রীর কর্মসূচির দিকেও নজর থাকবে সকলের।
অন্যদিকে, এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মলনে বিনিয়োগের প্রস্তাব, ২০২২ সালকেও ছাপিয়ে যাবে বলেই মনে করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার দিল্লিতে বৈঠকে বসেন মমতার মুখ্য উপদেষ্টা অমিত মিত্র। মঙ্গলবার ৪০টি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের প্রাক্তন অর্থ ও শিল্পমন্ত্রী। বাংলায় শিল্প সম্ভাবনা কতটা এবং এ রাজ্যে বিনিয়োগ করলে শিল্পপতিরা কী কী সুবিধা পাবেন, কূটনীতিকদের তা ব্যাখ্যা করেন অমিত। সাংবাদিকদের রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী জানা, ২০২২ সালে রাজ্যে ৩ লাখ ৪২ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছিল। এবারের বিনিয়োগ প্রস্তাব আগের অঙ্ককে ছাপিয়ে যাবে।
মঙ্গলবার অমিতের বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়ন, পূর্ব ইউরোপ, কোরিয়া, জাপান, কেনিয়াস কলম্বিয়াস পোল্যান্ড, সৌদি আরবগুলির মতো দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের আধিকারিক সি রাজাশেখরও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। রাজ্যের বিনিয়োগ টানার ক্ষেত্রে ‘মাইনিং’ বা খনি উত্তোলন শিল্পকে বেশি প্রাধান্য দেওয়া হতে পারে। রাজ্যের শিল্প ও বিনিয়োগের জন্য জমি অধিগ্রহণেও কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন অমিত। মমতার উদ্যোগে আগামী দিন রাজ্যে লক্ষ্মীলাভ হয় কি না, সেটাই এখন দেখার।