নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান ও তাঁর জাহাজবাড়ি নিয়ে আলোড়িত হয়েছিল রাজ্য রাজনীতি। তৃণমূল নেতার বিশালাকার বাড়ি দেখে অসন্তোষ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেখ সুফিয়ানের সেই প্রাসাদোপম বাড়িই এবার নিলামে উঠতে চলেছে বলে জানা গিয়েছে। বর্তমান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে। এই খবর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, ঋণ হিসেবে নেওয়া বিশাল অঙ্কের টাকা শোধ না করতে পারার জন্য সুফিয়ানের বাড়ি নিলামে উঠছে। ৪৯ লাখ টাকা ঋণ শোধ না করার জন্য তৃণমূল নেতার সাধের জাহাজবাড়ির দখল নিতে চাইছে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক। টাকা পরিশোধ করার জন্য তৃণমূল নেতাকে নোটিশ পাঠানো হলেও তিনি তা শোধ করেননি। এমনকী ব্যাঙ্ক সূত্রে খবর, চলতি সপ্তাহেই তমলুকে এআরসিএস কোর্টে বাড়ি দখলের জন্য মামলা দায়ের করা হতে পারে। কারণ সুফিয়ানে জাহাজবাড়ি ব্যাঙ্কের কাছে বন্ধক রয়েছে।

Income Tax Return Cyber Crime : আয়কর রিটার্নের টাকা হাপিস! ফোনে আসা বিশেষ SMS নিয়ে সাবধানবাণী পুলিশের
ব্যাঙ্ক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশালকারা জাহাজবাড়ি তৈরির জন্য ২০১৪ সালে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে ২৫ লাখ টাকা ঋণ নেন সুফিয়ান। ২০২২ এর ফেব্রুয়ারি মাস অবধি নিয়মিত মাসিক কিস্তির টাকা দিলেও তারপর থেকে তিনি আর ইএমআই দিচ্ছেন না। বাড়ি তৈরির ঋণ বাবদ তৃণমূল নেতার থেকে এখনও ৭ লাখ টাকা পাওনা ব্যাঙ্কের।

অন্যদিকে ট্রলার কেনার জন্য ওই ব্যাঙ্ক থেকেই ২৭ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন সুফিয়ান। সেই ঋণের এক টাকাও তিনি শোধ করেননি। ট্রলারের জন্য নেওয়া ঋণের সুদের পরিমাণ এখন বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৬৯ হাজার টাকা। সুফিয়ানের কাছে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের সব মিলিয়ে ৪৯ লাখ টাকা পাওনা রয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের এই নেতাকে একাধিকবার বকেয়া টাকা শোধ করার কথা জানিয়ে নোটিশ দিলেও কোনও লাভ হয়নি।

SBI Employee: SBI-এর উচ্চপদস্থ কর্মীরা পাবেন বিরাট অ্যাপার্টমেন্ট! 500 কোটি খরচের পরিকল্পনা ব্যাঙ্কের
ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ১৭ এপ্রিল একমাসের সময়সীমা দিয়ে সুফিয়ানকে টাকা শোধের নোটিশ দিয়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। ব্যাঙ্ককে পালটা নোটিশ পাঠিয়ে তৃণমূল নেতা জানান তাঁর কোনও ধার নেই। সম্প্রতি বোর্ড অব ডিরেক্টরের সভায় তৃণমূল নেতার বিরুদ্ধে এআরসিএস কোর্টে মামলা করার সিদ্ধান্ত হয়।

ATM withdrawal: ব্যালেন্স না থাকলেও ATM থেকে তোলা যাচ্ছে টাকা! ব্যাঙ্কের ভুলে বড়লোক অনেকেই
যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলেছেন তৃণমূল নেতা। তাঁর দাবি, ‘ব্যাঙ্ক অতিরিক্ত সুদ চাপিয়েছে। সেটা নিয়ে আমার আপত্তি ছিল, সেটাই জানিয়েছি। ব্যাঙ্ক নিজের মতো কোনও সিদ্ধান্ত নিতে পারে। এতে আমরা কোনও আপত্তি নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version