আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
বৃহস্পতিবার কলকাতায় বাড়তে পারে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল অর্থাৎ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৭৪ শতাংশ। বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ। তাপমাত্রাও কমবে বেশ কিছুটা।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চলতি মরশুমে সেভাবে বৃষ্টিপাত পায়নি দক্ষিণবঙ্গের বাসিন্দারা। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের ঘাটতিও। কিন্তু, শেষ বেলায় কি ভেলকি দেখাবে আবহাওয়া? সেই দিকে তাকিয়ে সাধারণ মানুষ। বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা।
বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জন্য বাড়বে অস্বস্তিও। যত পুজো এগিয়ে আসছে ততই বৃষ্টির দাপট বাড়ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পুজোতেও কি রয়েছে বৃষ্টির সম্ভাবনা? যদিও এই প্রসঙ্গে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এত আগে থেকে পুজোর আবহাওয়া প্রসঙ্গে বলা সম্ভব নয়।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
মঙ্গলবার থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। যদি এই পরিস্থিতি চলতে থাকে সেক্ষেত্রে উত্তরবঙ্গের সমস্ত নদীগুলিতেই রয়েছে জলস্তর বৃদ্ধির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে মালদা, বালুরঘাট হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত।
ফলে আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি মালদা এবং উত্তর-দক্ষিণ দিনাজপুরে।
একনজরে দেশের আবহাওয়া…
আগামী কয়েকদিন সিকিম, হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার এবং অসমে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা।