চলতি বছর ২১-এ জুলাইয়ের তৃণমূল শহিদ সমাবেশে মঞ্চে উত্থান হয়েছিল এক তরুণীর। ঝাঁঝালো ভাষণ দিয়ে তৃণমূল শীর্ষনেতৃত্বের নজরে পড়েন তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী রাজন্যা হালদার। যাদবপুরের পড়ুয়ামৃত্যুর পর রাজ্যের পাঁচতারা বিশ্ববিদ্যালয়ে জমি দখলের জন্য রাজ্যনার উপর আস্থা রাখে দল। তাঁকে যাদবপুরের দলীয় ছাত্র সংগঠনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। দলীয় ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পরই বিতর্কে এই TMCP নেত্রী।


সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি WhatsApp কথোকপথনের স্ক্রিনশট। সেখানে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আগে কোনও একজনকে বিজেপিতে যোগদানের কথা বলতে দেখা গিয়েছে। ভাইরাল স্ক্রিনশটে রয়েছে রাজন্যার নামও। WhatsApp-এ বিজেপিতে যোগ দিতে চাওয়া ওই তরুণী রাজ্যনা বলেই দাবি করা হয়েছে। ‘লাল সৈনিক’ নামের একটি ফেসবুক পেজ থেকে WhatsApp কথোকপথনের স্ক্রিনশটগুলি আপলোড করা হয়েছে।

Rajanya Haldar Jadavpur University : ‘কাজটা কঠিন, তবে…’, যাদবপুরে ‘বাড়বাড়ন্ত’ রোখার ‘স্ট্র্যাটেজি’ জানালেন TMCP-র রাজন্যা
সেই চ্যাটে দেখা যাচ্ছে, রাজন্যা হালদার নামে একজন মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদানের কথা বলছেন। ওই কথোপথনে তৃণমূলকে ‘নোংরা’ দল বলেও উল্লেখ করা হয়েছে। এমনকী ২০২১-এর ২ মে, বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরাট জয়ের ঠিক পরের দিন অর্থাৎ ৩ মে-রও কিছু মেসেজ সেখানে রয়েছে। তাতে তৃণমূলের জয় নিয়ে প্রকাশ পেয়েছে ‘হতাশা’। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও পোস্টে দাবি, এই কথোপথন অধুনা TMCP নেত্রীর রাজন্যার সঙ্গে কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। যদিও ভাইরাল হওয়া স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

Jadavpur University News : ২১-এর মঞ্চে উত্থান, যাদবপুরে পায়ের মাটি ‘শক্ত’ করতে রাজন্যাই ভরসা TMCP-র
এ প্রসঙ্গে এই সময় ডিজিটালের তরফে TMCP নেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। রাজন্য বলেন, ‘এটা বিকৃত করা হয়েছে। আমি এর বেশি আর কিছু বলতে চাই না। এটা আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ ছাড়া আর কিছু নয়। এখন এমন অনেক কিছু বের করা হবে। এইসব গুরুত্ব দিয়ে কোনও লাভ নেই।’

Uttar 24 Parganas News : যাদবপুরে সুর চড়িয়েও স্বরূপনগরে CCTV লাগানোর বিরোধিতা, কলেজে ভাঙচুরের অভিযোগ TMCP-র বিরুদ্ধে
প্রসঙ্গত, পড়ুয়ামৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড়া রাজ্য। যাদবপুরে হস্টেলে এক পড়়ুয়াকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীদের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও অবধি ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পরই বিশ্ববিদ্যায় ক্যাম্পাসে সিসিটিভি বসানোসহ একাধিক দাবি স্মারকলিপি জমা দিতে যায় TMCP। সেই সময় অরবিন্দ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল বাম ছাত্র সংগঠনগুলি। স্মারকলিপি দিতে যাওয়ার পথে রাজন্যাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এমনকী TMCP নেত্রীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপরই রাজন্যাকে বিশ্ববিদ্যালয়ের নবগঠিত TMCP ইউনিটের সভাপতির দায়িত্ব দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version