স্বর্ণ ব্যবসায়ীকে শ্যুটআউটের ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অধরা অপরাধী। যদিও প্রত্যক্ষদর্শীর অভিযোগের ভিত্তিতে মামলা করে তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ। পূর্ব বর্ধমান জেলার জোতরাম এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে পালায় এক দুষ্কৃতী। ঘটনায় গুরুতর আহত হন স্বর্ণ ব্যবসায়ী খোকন দাস। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান শহরের একটি বেসরকারি হাসপাতালে। গতকাল রাতে সেখানেই হয় তাঁর অস্ত্রোপচার। বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচার হলেও তাঁর দেহ থেকে গুলি বের করা এখনও সম্ভব হয়নি। গঠন করা হয়েছে চার সদস্যের মেডিকেল টিম।

Bardhaman Shootout : ব্যারাকপুরের ছায়া গাংপুরে! দিনে দুপুরে সোনা দোকানিকে লক্ষ্য করে গুলি, আতঙ্ক
বেসরকারি হাসপাতালের চিকিৎসক এস আর বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘রোগী বর্তমানে আইসিসিইউ তে ভেন্টিলেশনে আছেন। তাঁর পা থেকে হার্টে রক্ত সঞ্চালনের আসল শিরা এবং ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রের বেশ কিছু জায়গায় গুলি লেগে ড্যামেজ হয়েছিল। সেগুলো অস্ত্রপ্রচার করে পুনরায় ঠিক করা হয়েছে’।
পাশাপাশি তিনি বলেন, ‘গুলি শরীরের পিছন দিকে শিরদাঁড়ার কাছে আটকে থাকায় সেটা বের করা হয়নি’। চিকিৎসকদের মতে, গুলি বের করার থেকেও শরীরের যে অংশ ড্যামেজ হয়েছে সেটা ঠিক করা আগে প্রয়োজন।

Birbhum News : ফের শ্যুট আউট বীরভূমে, বাড়ি ফেরার পথে গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু পাথর ব্যবসায়ীর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের জোতরাম এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী সকালে দোকান খোলার পরেই এক দুষ্কৃতী দোকানে এসে সোনার গয়না লুঠ করার চেষ্টা করে। তখন ব্যবসায়ী বাধা দিলে নিজের হাতে থাকা বন্দুক থেকে গুলি চালায় দুষ্কৃতী। গুলি চালানোর আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। স্থানীয়রা দুষ্কৃতীকে তাড়া করলে ওই দুষ্কৃতী বন্দুক দেখালে স্থানীয়রা ভয়ে পালিয়ে আসেন। পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি গুলির খোল, দুষ্কৃতীর ফেলে যাওয়া এক জোড়া জুতো ও সানগ্লাস উদ্ধার করে।

Birbhum News : ছিনতাইয়ের আগেই গ্রেফতার! বীরভূমে ফের আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১
পুলিশের অনুমান বাইকে চেপে দুজন দুষ্কৃতী আসে। একজন লুঠের উদ্দেশ্যে দোকানে যায়। আরেকজন কিছুটা দুরে বাইক নিয়ে অপেক্ষা করছিল। ইতিমধ্যেই পুলিশ জাতীয় সড়কের ধারে থাকা CCTV ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে।

তবে শুধুমাত্র লুঠের জন্যই গুলি চালনা নাকি এর পিছনে আছে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে এখনও সন্দিহান শক্তিগড় থানার পুলিশ। তদন্তের স্বার্থে এখন কিছু বলতে রাজি না হলেও, পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও ব্যক্তিগত শত্রুতা আছে কিনা ব্যবসায়ী খোকন দাসের, তা বের করারও চেষ্টা চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version