এক সপ্তাহের মধ্যে ২ বার ভাঙল শ্যামনগরের ২৩ নম্বর রেলগেট। যার জেরে ফের ব্যাহত যান চলাচল। ফের রেলগেট বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত মেরামতের ব্যবস্থা করছেন রেলকর্মীরা। গোটা বিষয়টি খতিয়ে দেখেছে রেল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, আজ সকালে ছোট লরির ধাক্কায় ভেঙে যায় শিয়ালদা-কৃষ্ণনগর লাইনের শ্যামনগর স্টেশন সংলগ্ন ওই ২৩ নম্বর রেলগেট। ঘটনায় ব্যাহত হয় যান চলাচল। চৌরঙ্গী মোড়ে যান নিয়ন্ত্রণের কাজ শুরু করেন পুলিশ আধিকারিকরা। ব্যস্ততম ২৩ নম্বর রেলগেট একই সপ্তাহের মধ্যে ২ বার ভেঙে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন আশেপাশের বাসিন্দারা ও পথ চলতি মানুষজন। এই রাস্তা দিয়ে ৮৫ রুট ও কল্যাণী এক্সপ্রেস ওয়ের মধ্যে যোগাযোগ রক্ষা করা হয়। ফলে এক্সপ্রেস ওয়েতে যাতায়াতের ক্ষেত্রেও তৈরি হয়েছে সমস্যা। রেলগেট ভেঙে যাওয়ায় পার্শ্ববর্তী ২৪ নম্বর রেলগেট দিয়ে যান চলাচল করানো হচ্ছে। ওই রাস্তা দিয়ে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে এক্সপ্রেসওয়েতে।

Kalyani Expressway : শ্যামনগরে ভাঙল রেলগেট, ধীরে চলছে ট্রেন! কল্যাণী এক্সপ্রেস ওয়েতে পৌঁছতেও ভোগান্তি
এই বিষয়ে অঞ্জন চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি বলেন, ‘এটা আজকের ঘটনা নয়, বিগত ২ দিন আগেও হয়েছে। শ্যামনগর ২৩ নম্বর রেলগেট একটা মারণ রেলগেট হয়ে গিয়েছে। রেল কর্তৃপক্ষ, শ্যামনগর স্টেশন মাস্টার, ডিআরএম, সকলেই জানেন, তা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেই। এই রাস্তায় কোনও পরিবর্তন নেই।’ অন্যদিকে এই প্রসঙ্গে এক রেলকর্মী বলেন, ‘আমরা খবর পেলাম গেট ভেঙে গেছে। তাই জন্য এসেছি।’

এর আগে গত বুধবারও ওই রেলগেটে ঘটে যায় একই ঘটনা। অভিযোগ, সেদিন ওই রেলগেটেই ধাক্কা মারে বেপরোয়া গতির একটি বাইক। যার জেরে ভেঙে যায় রেলগেটটি। দ্রুত খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পাশাপাশি খবর যায় রেল কর্তৃপক্ষের কাছেও। দ্রুত গেটটি বন্ধ করা হয়। ফলে সেদিও সমস্যায় পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। যান চলাচল বাধা প্রাপ্ত হয়। ওই জায়গা দিয়ে ধীরে চালাতে হয় ট্রেনও পরে অবশ্য দ্রুত মেরামত করা হয় রেলগেটটি। তারপর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি।

Birbhum News : দ্রুত গতিতে ছুটছিল মালগাড়ি, হঠাৎই খুলে গেল বগি! তারপর…
তবে এই ঘরণের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে গত জানুয়ারি মাসে এই ধরণের একটি ঘটনা ঘটে উত্তরবঙ্গের শিলিগুড়িতে। ট্রাকের ধাক্কায় লেভেল ক্রসিংয়ের রেলগেট ভেঙে ঘটে যায় বিপত্তি। রেল সূত্রে জানা যায়, একটি বড় পঞ্জাব ট্রাক দ্রুত গতিতে গিয়ে ওই লেভেল ক্রসিংয়ের গেটে ধাক্কা মারে। ধাক্কায় কার্যত উড়ে যায় সেই রেলগেট। এমনকী রেল লাইনের উপরে থাকা বৈদ্যুতিক তারেরও ক্ষতি হয় ওই দুর্ঘটনায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version