আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার থেকেই পরিবর্তন দেখা যাচ্ছে আবহাওয়ায়। হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে আপাতত কয়েকদিন ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। যদি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি চলবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, মৌসুমী অক্ষরেখা কিছুটা উত্তরমুখী হয়ে বর্তমানে বালুরঘাটের ওপরে অবস্থান করছে। অন্যদিকে আবার উত্তর পূর্ব বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি এখন পশ্চিম অসম ও সংলগ্ন এলাকার ওপরে বিরাজমান। যার জেরে উত্তরবঙ্গে আগামী ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হওয়া অফিস।

কলকাতায় মেঘলা আকাশ
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। তবে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই বলেই জানা যাচ্ছে। যদি বষ্টি হয়, তাহলেও তা হলে আঞ্চলিকস্তরে ও বিক্ষিপ্তভাবে। পাশাপাশি আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী সোমবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। প্রসঙ্গত, আজ রয়েছে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের সভা। কলকাতা বৃষ্টির পূর্বাভাস না থাকায় স্বস্তিতে কর্মী সমর্থকেরা।

Bengal Weather Update : ছুটির দিনে শপিং-আউটিংয়ের প্ল্যান, বৃষ্টি ভেস্তে দেবে না তো? জানুন আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি

তবে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বর্ষণ হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার। যদিও সর্বত্রই রয়েছে হাল্কা বৃষ্টির পূর্বাভাস। সেক্ষেত্রে আপাতত বৃহস্পতিবার পর্যন্ত কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। একইসঙ্গে বৃষ্টি কমার পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে। এক্ষেত্রেও আগামী ২-৩ দিনে তাপমাত্রা ২থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে তারপরের ২ দিন মোটামুটি একইরকম থাকবে তাপমাত্রা।

উত্তরেও নেই ভারী বৃষ্টির পূর্বাভাস

অন্যদিকে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ থাকার পাশাপাশি হতে পারে হালকা বৃষ্টি। বরং সবক’টি জেলাতেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Darjeeling Landslide: পাহাড়ে আচমকা ধস, দার্জিলিংয়ে বাড়ি ভেঙে মৃত ১! চিন্তা বাড়াচ্ছে তিস্তার জলস্ফীতিও
দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির ঘাটতি
প্রসঙ্গত, এই বছর মরশুমের প্রথম থেকে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান কম। বৃষ্টির এখনও ঘাটতি রয়েছে। বাদ নেই কলকাতাও। শহর কলকাতাতেও ঘাটতি রয়েছে বৃষ্টির। অন্যদিকে আবার উত্তরবঙ্গে হয়েছে অতিরিক্ত বৃষ্টি। এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে কলকাতা-সহ গোটা রাজ্যের বিভিন্ন জেলায় লাগাতার চলছিল বৃষ্টি। তবে আজ থেকে আবার বৃষ্টির পরিমান কমছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version