বার বার ব্যর্থতা সত্ত্বেও হার না মানা জেদেই এল সাফল্য। ব্যর্থতার ছাই থেকে সাফল্যের মসৃণ রাস্তায় ফেরার জন্য অনুপ্রেরণা হতে পারেন পূর্ব বর্ধমানের মধ্যবিত্ত পরিবারের ছেলে মহম্মদ আকিল খান। একাধিক বার পরীক্ষা, চারবার লক্ষ্যপূরণের কাছে গিয়েও ফিরে আসা। তারপরও জীবনের লক্ষ্যের প্রতি থেকেছেন অবিচল। সঙ্গে উৎসাহ যোগাতে সম্বল ছিল শিক্ষকের বলা একটি কথা- ‘লেগে থাকলে WBCS কাউকে খালি হাতে ফেরায় না।’ সেই কথা শুনেই প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন করে নতুন উদ্যমে প্রতিবার প্রস্তুতি নিয়ে গিয়েছেন আকিল খান । তাঁর সেই হার না মানা জেদেই অবশেষে ধরা দিল সাফল্য। WBCS পরীক্ষায় সফল হয়ে এক্সকিউটিভ পদে চাকরি পেলেন আকিল। তাঁর র‌্যাঙ্ক গোটা রাজ্যের মধ্যে ২১।
WBCS Success Story : আর্থিক অনটন নিয়েই বিসিএসে চমক প্রত্যন্ত এলাকার রোকাইয়া, সাফল্যের মন্ত্র কী জানেন?

ছোট থেকেই মহম্মদ আকিল খানের পছন্দের বিষয় কুইজ। সেই কুইজের প্যাশনই গড়ে দিয়েছে জীবনের দিশা। ছোটবেলা থেকে কুইজ কম্পিটিশনের সূত্রে বিভিন্ন সরকারি আধিকারিকদের সঙ্গে পরিচয় হয়। সেখান থেকেই ছোট ছেলেটির জীবনের লক্ষ্য হয়ে ওঠে WBCS এক্সকিউটিভ হয়ে ওঠা। সেই মতোই স্নাতকের পড়া শেষের পর শুরু হয় লড়াই।
WBCS Result 2023 : বেলপাহাড়ির প্রত্যন্ত গ্রামের স্কুলে পড়ে WBCS অফিসার, সাফল্যের সিক্রেট ফাঁস মণীষার

দীর্ঘ আট-নয় বছরের পরিশ্রমের পর অবশেষে অভীষ্ট লাভ। ২০১৪ সালে পদার্থবিদ্যা নিয়ে স্নাতকের পরীক্ষা পাশের পরই মহম্মদ আকিল শুরু করেন WBCS এর প্রস্তুতি। ২০১৫ সাল থেকেই শুরু করেন পরীক্ষা দেওয়া। প্রথমবার WBCS-এ বসেই প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেন আকিল খান। কিন্তু মেন পরীক্ষায় ব্যর্থ হন। ২০১৬ সালে ইন্টারভিউ অবধি পৌঁছেও চাকরি পাননি মহম্মদ আকিল খান। তাতেও ভেঙে না পড়ে দ্বিগুণ জেদ ও উৎসাহ নিয়ে ফের শুরু করেন পরীক্ষার প্রস্তুতি। ২০১৭ সালে উৎসাহের খানিকটা প্রতিদান পান আকিল। ২০১৭ সালে WBCS গ্রুপ C তে ACTO পদে সিলেক্ট হন তিনি। জিএসটি ডিপার্টমেন্টে সহকারী ট্যাক্স অফিসার পদে নিয়োগ পান। যদিও পোস্টিং ছিল বাড়ি থেকে অনেকদূর।
তিনজন IAS, একজন IPS! একই পরিবারের চার ভাইবোনের UPSC-তে সাফল্যের বিরল নজির

ফলে চাকরি পেয়ে পদ পেলেও সন্তুষ্টতা আসেনি। তাই এক্সিকিউটিউভ হওয়ার টার্গেট নিয়ে আবার শূন্য থেকে শুরু প্রস্তুতি করেন আকিল । চাকরি করতে করতেই চালিয়ে যান পড়া এরপরে ২০১৯ সালে গ্রুপ A তে ইন্টারভিউ অবধি গিয়েও স্বপ্ন সফল হয়নি। ফাইনাল মেরিট লিস্টে নাম আসেনি মহম্মদ আকিল খানের। এতবার লক্ষ্যের কাছে পৌঁছে ফিরে আসাটা ক্লান্তিকর ও হতাশাজনক হলেও সেই হতাশাকে ছাপ ফেলতে দেননি আকিল। অবশেষে ২০২১ সালের পরীক্ষায় সত্যিই ধরা দিল সাফল্য।
Government Jobs : চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের জন্য দারুণ সুযোগ! এবার কোচিং দেবে পুলিশ, রইল যোগাযোগের নম্বর
WBCS Executive পরীক্ষায় ২১ নম্বরে র‌্যাঙ্ক করেছেন মহম্মদ আকিল খান। তাঁর এই লড়াই ভবিষ্যতের চাকরিপ্রার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই অনুপ্রেরণা যোগাবে। আকিল খানের পরিশ্রম ও হার না মানা লড়াইয়ের স্পিরিটকে সম্মান দিতে মঙ্গলবার বর্ধমান ১ ব্লক এর BDO – অভিরূপ ভট্টাচার্য তাঁকে অফিসে ডাকেন এবং সংবর্ধনা দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version