Duttapukur Blast নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। এই ঘটনার পেছনে আন্তর্জাতিক চক্র কাজ করতে পারে বলে মনে করছেন তিনি। যেভাবে বাজি বা বিস্ফোরক তৈরি হতো তাতে বাংলাদেশ যোগ থাকতে পারে বলে মনে করছেন তিনি।

Duttapukur Blast: মেয়ের ‘নয়া জীবন’ নাকি মাথা গোঁজার ঠিকানা বাঁচানো? চরম বিপদের মুখে দাঁড়িয়ে দোলাচালে পরিবার
ঠিক কী বললেন নওশাদ ?

তিনি জানান, এক গোয়েন্দা কর্তার কথা শুনে তিনি আতঙ্কে রয়েছেন। তাঁর আশঙ্কা, দত্তপুকুরের ওই এলাকায় যেভাবে ল্যাব তৈরি করে বিস্ফোরক বানানো হতো, তাতে এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক যোগ থাকতে পারে। তিনি বলেন, ‘ যেভাবে কেমিক্যাল, বারুদ পাওয়া যাচ্ছে, সেখানে বড় কোনও হাত আছে। সেটা বাংলাদেশ থেকে আসতে পারে, উত্তরপ্রদেশ থেকে আসতে পারে।

Duttapukur Blast : বারুদের স্তূপ মোচপোল থেকে ৬০ টন বাজি উদ্ধার
পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট নওশাদ

নওশাদ জানান, বাজি বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার করলেই তো তৃণমূলকে করতে হবে। আর তা না হলে ISF-এর কাউকে অনৈতিক ভাবে গ্রেফতার করতে হবে ISF কে গ্রেফতার করলে আমরা থাকবো। দাদা-দিদি দের চাপে পুলিশ গ্রেফতার করছে না। যাদেরকে গ্রেফতার করে রাখবে, পরবর্তীতে যদি তদন্তভার NIA এর কাছে যায়, তাহলে যদি বড় বড় নেতাদের নাম বেড়িয়ে যায় তাহলে বিপদে বাড়বে। আজ বারাসতে এসে বললেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকি।

Duttapukur Blast : ৬৫% সুদে দাদনের টোপ দিয়ে ব্যবসার মাথারা আড়ালেই, পুজোর আগে মোটা টাকার লোভে বিনিয়োগ গ্রাম জুড়ে
ISF-এর স্মারকলিপি প্রদান

দত্তপুকুরের বিস্ফোরণের ঘটনা নিয়ে জেলা শাসকের দফতরে এদিন স্মারকলিপি প্রদান করা হয়। দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় আহত ও নিহতদের ক্ষতিপূরণের দাবি সহ মোট সাত দফার দাবি নিয়ে জেলাশাসকের দফতরে স্মারকলিপি প্রদান করে আইএসএফ। উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওয়াশাদ সিদ্দিকি।

আর কী বললেন নওশাদ?

কর্মসূচি সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকি জানান, জেলাশাসক ছিলেন না। অতিরিক্ত জেলাশাসক ছিলেন। তাঁর কাছে স্মারকলিপি জমা করেছেন। যারা আক্রান্ত হয়েছে যাদের মৃত্যু ঘটেছে তাদের সঠিক ক্ষতিপূরণ ও সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি শাসক দল তোলা নিয়ে ওই এলাকায় বোমের টেন্ডার নিয়ে ভাঙর অশান্ত করেছে বলে দাবি করলেন নওয়াশাদ সিদ্দিকী।

‘দাদার দেওয়া চকলেট এখনও ফ্রিজে, দাদা চলে গেল’

সঠিক তদন্তের দাবি

পাশাপাশি কোনও রাজনৈতিক রঙ না দেখে সঠিক তদন্তের দাবিও তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার একজনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, গ্রেফতার করবে কাদের? গ্রেফতার করলেই তো তৃণমূল জেলে যাবে। অন্যদের গ্রেফতার করতে গেলে NIA তদন্ত হলে নেতাদের নাম বেরিয়ে আসতে পারে তাই কাউকে গ্রেফতার করছে না পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version