বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে স্কুল বিল্ডিং। যেকোনও সময় ভেঙে পড়তে পারে গোটা স্কুল। যখন তখন ঢালাই থেকে ছাড়ছে চটা। ছাদ ভেঙে পড়ার আশঙ্কায় ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ছয়টি কক্ষ। এখন বিপদকে সঙ্গী করেই বিপদজনক স্কুল বিল্ডিংয়ে চলছে আতঙ্কের পঠন পাঠন ।

বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত দাসপলসা হাই স্কুল । স্থাপিত হয় ১৯৫৮ সালে । প্রথমে কয়েকটি কক্ষ তৈরি করে শুরু হয় পঠন-পাঠন । পরবর্তীতে ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ার কারণে বাড়ানো হয় স্কুলের শ্রেণিকক্ষ । করা হয় দোতলাও । সেই স্কুল বিল্ডিংয়ের অবস্থাই এখন বিপজ্জনক । এমনকি বিল্ডিংয়ের নিচ ও উপরতলা মিলিয়ে মোট ছয়টি শ্রেণী কক্ষকে বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে । বর্তমানে এই স্কুলের পড়ুয়ার সংখ্যা ৯৯২ জন। অন্যদিকে, শিক্ষক ও গ্রুপ ডি স্টাফ মিলিয়ে আছেন ১৪ জন। এরা প্রত্যেকেই রয়েছেন বিপদের আশঙ্কায় । যখন তখন স্কুল বিল্ডিং ভেঙে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।
Uttar Dinajpur School : প্রাইমারি স্কুলে ঝুঁকির পঠন-পাঠন! যেকোনও সময় ভেঙে পড়তে পারে ছাদ

ছাত্র-ছাত্রীদের যেন কোন দুর্ঘটনার মধ্যে না পড়তে হয় তাই প্রতিনিয়ত তাদের ওপর নজরদারি রাখেন শিক্ষক থেকে শুরু করে গ্রুপ ডি স্টাফেরা । স্কুলেরই পড়ুয়া প্রিয়াঙ্কা , রাহুলদেরও মনে বসে গিয়েছে দুর্ঘটনার আতঙ্ক । ছাত্রী প্রিয়াঙ্কা কুন্ডুর কথায়, ‘স্কুল বিল্ডিং এর ভেতরে যাতায়াতের সময় যখন তখন ছেড়ে পড়ছে ঢালাইয়ের চটা । বেশ কয়েকবার দুর্ঘটনা হতে হতে বেঁচেছে আমার বন্ধুরা। ‘ এমনকী এই অভিযোগ স্বীকার করে নিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল দে। এমনকী তার মুখেও আতঙ্কের ছাপ স্পষ্ট।
Paschim Medinipur : স্কুল খুলতেই ভেঙে পড়ল ছাদের চাঙড়! বড় দুর্ঘটনা থেকে রক্ষা, আতঙ্কে পড়ুয়ারা

শুধু ছাত্রছাত্রীরা নয়, যে কোন সময় প্রাণহানি হতে পারে শিক্ষক শিক্ষিকাদেরও । উপায় না থাকায় প্রাণভয়কে সঙ্গী করেই চলে ছাত্র-ছাত্রীদের পাঠদান। তিনি বলেন, ‘স্কুল বিল্ডিংয়ের মোট ছটি রুমের এমন অবস্থা যে ওই দিক দিয়ে ছাত্রছাত্রীরা যখন বাথরুম যায় তখন আমাদের কাউকে ওদের ওপর নজর রাখতে হয় । এছাড়াও আমাদের শিক্ষক শিক্ষিকারাও প্রতিনিয়ত থাকেন প্রাণভয়ে । যেন ওদিকে বেশি ছাত্রছাত্রীরা যেতে না পারে। এবং বিল্ডিংটার অবস্থা এমনই যে যে কোনও সময় গোটা ছাদ ভেঙে পড়তে পারে। ঘটনার কথা আমরা বিডিও ও এসআই-কে জানিয়েছি । এমনকি ডিএম অফিসেও এর রিপোর্ট জমা দেওয়া হয়েছে । আজ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মহাশয়কে জানালাম। আমি চাই এই বিল্ডিংটি দ্রুত সংস্কার করা হোক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version