একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণ নাজেহাল ICDS সেন্টারের কর্মীরা, তার উপর সরকারের টাকা বকেয়া তিন মাস। অঙ্গনওয়ারির সামগ্রী সংগ্রহ নিয়ে দারুণ অসুবিধার মুখে। পরিচিত দোকানেও আর ধার দিচ্ছে না আইসিডিএস কর্মীদের। এরকমই একাধিক অভিযোগ নিয়ে সরব বাঁকুড়ার জয়পুরের ICDS কর্মীরা।

রান্নার জিনিস কিনতে না পারলে রান্না করবে কিভাবে? কে দেবে টাকা ধার। তার উপর তিন বছর ধরে কোন ড্রেস নেই তাদের। ICDS কর্মীদের নিজেদেরই টাকা খরচ করে ড্রেস কিনতে হচ্ছে। কারণ, ড্রেস না পরে আইসিডিএস সেন্টারে এলেই বিপদ। কর্মীদের অভিযোগ, তাদের অসুবিধার ব্যাপারে সুপারভাইজার কিছু না করলেও উলটোপালটা কারণ তুলে কর্মীদের উপর চাপ দেন।
Bidhaba Bhata : বিধবা-বার্ধক্য ভাতা প্রদানে গরমিল! অর্থ ফেরত চেয়ে নোটিশ উপভোক্তাদের, অবাক কাণ্ড মালদায়

কর্মীরা প্রশ্ন তুলেছেন, সরকার তাদের টাকা দেবার বেলায় অষ্টরম্ভা। এদিকে টাকা না দিলে কীভাবে মায়েদের ৮৪ পয়সার সবজি, ছেলেদের জন্য ফ্যান ভাত ও ডিম এইভাবে কী করে রান্না করা সম্ভব, তাও আবার কাঠের জালে। ঘর থেকে গোছা গোছা টাকা বের করে নিয়ে এসে মা ও শিশুদের খেতে দিতে হচ্ছে মূল্যবৃদ্ধির বাজারে। সব কিছুর দাম বাড়লেও টাকার পরিমাণ ১২ সাল থেকে আজও একই রয়ে গিয়েছে।

Trinamool Congress Leader : ‘বন্ধু’-র ২০ লাখ টাকা প্রতারণা! TMC-র নামে ওয়ারেন্ট জারি আদালতের

শুক্রবার জয়পুর ব্লকের আইসিডিএস কর্মীরা মিছিল করে প্রকল্প আধিকারিকের কাছে ডেপুটেশন দেন। তাদের দাবি, বারবার প্রশাসনকে বললেও মিটিং মিছিল আন্দোলন করলেও কাজের কাজ কিচ্ছু হয়নি,আজ পর্যন্ত কোন রকমের চালিয়ে এসেছেন আইসিডিএস সেন্টার কর্মীরা। কিন্তু আর চালানো সম্ভব নয়। এরপর আইসিডিএস সেন্টারের কর্মীদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বলে দাবি করেন। রান্না বন্ধের হুঁশিয়ারি আইসিডিএস কর্মীদের।
Duttapukur Blast Case: ‘পুলিশি তদন্ত’ নিয়ে অভিযোগ, ঘর থেকেও ভিটেহারা দত্তপুকুরের শাকিলা বিবি

দিনের পর দিন রাজ্য সরকার আইসিডিএস কর্মীদের অবহেলা করে আসছেন এমনটাই অভিযোগ তুলছেন আইসিডিএস সেন্টারের একাধিক কর্মী, তার উপর অকেজো আইসিডিএস সেন্টার। বেশ কিছু সেন্টারের অবস্থা দুর্বিষহ। ব্লকের একাধিক আইসিডিএস সেন্টারে নেই শৌচালয় পানীয় জলের ব্যবস্থা। এইভাবে কি আইসিডিএস সেন্টার চালানো সম্ভব এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।একদিকে রাজ্য সরকারের মেলা,খেলা,দান ধ্যান,ভাতা,পূজাতে টাকা দিচ্ছে । অন্যদিকে সরকার,আর শিশু ও গর্ভবতী মায়েদের খেতে দেবার বেলায় টাকা নেই এই দ্বিচারিতা কেন? জয়পুর ব্লকের সিপিপিও অশ্বিনী কুমার হাঁসদাও আইসিডিএস কর্মীদের দাবির সত্যতা স্বীকার করেন। তিনি জানান, তারা ন্যায্য দাবি নিয়েই এসেছেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয় জানাব যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version