যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর ইস্তফার খবরকে কেন্দ্র করে চাঞ্চল্য। স্নেহমঞ্জু বসু নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে শনিবার হঠাৎই খবর ছড়িয়ে পড়ে। যদিও এইসময় ডিজিটালের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই খবর ভুল। তিনি ইস্তফা দেননি।
সূত্রের খবর, গতকাল ডাকযোগে খুনের হুমকি পান যাদবপুরের রেজিস্ট্রার। তারপরেই আতঙ্কিত হয়ে পড়েন স্নেহমঞ্জু বসু। এরপর যাদবপুরের উপাচার্যকে চিঠি ও ইমেল দিয়ে পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেন তিনি। যদিও তাঁর সেই ইস্তফা যদিও এখনও পর্যন্ত গৃহিত হয়নি বলেই খবর। যদিও রেজিস্ট্রার অবশ্য জানান, তিনি ইস্তফা দেননি। তিনি নিজের দফতরে বসে কাজ করছেন। গোটা ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ক্যাম্পাসজুড়ে।
সূত্রের খবর, গতকাল ডাকযোগে খুনের হুমকি পান যাদবপুরের রেজিস্ট্রার। তারপরেই আতঙ্কিত হয়ে পড়েন স্নেহমঞ্জু বসু। এরপর যাদবপুরের উপাচার্যকে চিঠি ও ইমেল দিয়ে পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেন তিনি। যদিও তাঁর সেই ইস্তফা যদিও এখনও পর্যন্ত গৃহিত হয়নি বলেই খবর। যদিও রেজিস্ট্রার অবশ্য জানান, তিনি ইস্তফা দেননি। তিনি নিজের দফতরে বসে কাজ করছেন। গোটা ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ক্যাম্পাসজুড়ে।
এই বিষয়ে যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ জানান, গতকাল রেজিস্ট্রারের কাছে একটি হুমকি চিঠি এসেছে। চিঠিতে প্রেরকের কোনও নাম নেই। সেই চিঠিতে অশ্লীল গালিগালাজ করা হয়েছে রেজিস্ট্রারকে। এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। চিঠি দিয়ে ইস্তপার ইচ্ছাপ্রকাশ করেছেন। এমনকী এই বিষয়ে ই-মেলও করেছেন তিনি। যদিও তাঁর ইস্তফা এখনও গৃহিত হয়নি বলেই জানিয়েছেন বুদ্ধদেব সাউ।
বিস্তারিত আসছে…