‘এক ডাকে অভিষেক’, গত বছর সাধারণ মানুষের জন্য এই পরিষেবা চালু করেছিলেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। আর সেই নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করে সুস্থ হল উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার কালীনগর গ্রাম পঞ্চায়েতের আলিপুকুর হালদার পাড়ার একরত্তি শিশু। বিপদের হাত থেকে মেয়েকে ফিরে পেয়ে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুটির মা বাবা।

Abhishek Banerjee: ধূপগুড়িতে নির্বাচনী প্রচারে ‘বিশেষ ঘোষণা’, কমিশনে অভিষেকের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ BJP-র
লকেট গিলে ফেলে শিশুটি
ঘটনার সূত্রপাত দিন দশের আগে। রাতে বাড়ির বিছানায় বসে খেলার সময় একটি লকেট গিলে ফেলে ৮ মাসের শিশুটি। লকেট গিলে ফেলার বিষয়টি নজরে আসার পরেই শিশুটিকে দ্রুত উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে যায় তার বাবা ও মা। সেখানে শিশুটিকে পরীক্ষা করে চিকিৎসক জানিয়ে দেয় শিশুটির গলায় লকেটটি আটকে রয়েছে। দ্রুত শিশুটিকে কলকাতার এসএসকেএম স্থানান্তরিত করার পরামর্শও দেন চিকিৎসকেরা। এদিকে কলকাতায় গিয়ে কী ভাবে মেয়ের চিকিৎসা করাবেন সেই নিয়ে দুশ্চিন্তায় পড়ে উলুবেড়িয়ার ওই দম্পতি। সমস্যা সমাধানে এগিয়ে আসেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দোপাধ্যায়।

‘এক ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়’-এর দ্বারস্থ

দেবাশিসবাবু দম্পতিকে ‘এক ডাকে অভিষেক’-এর নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন। সেইমতো দম্পতি সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের অফিসে যোগাযোগ করা হলে সেখান থেকে শিশুটির চিকিৎসার সমস্ত দায়িত্ব নেওয়া হয়। দ্রুত শিশুটিকে এসএসকেএমে ভর্তি করা থেকে অপারেশন, সবকিছুর দায়িত্ব নেয় অভিষেক বন্দোপাধ্যায়ের অফিস। প্রাণ বাঁচে শিশুটির। সম্প্রতি বাড়ি ফিরেছে একরত্তি।

Abhishek Banerjee News : ফের আদালতের দ্বারস্থ অভিষেক! নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়
শিশুটির বাবা শেখ শহিদুল্লাহ জানান, মেয়ের গলায় লকেট আটকে থাকার কথা জানার পর তাকে দ্রুত কলকাতায় নিয়ে গেলেও কোন কিছু বুঝতে না পেরে দেবাশিষ বন্দোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তাঁর কথা মতোই অভিষেক বন্দোপাধ্যায়ের অফিসে ফোন করা হয়। শহিদুল্লাহ আরও জানান, অভিষেক বন্দোপাধ্যায়ের অফিসে যোগাযোগ করার পর সেখান থেকেই তাঁর মেয়ের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়। তাঁর মতে, এক ডাকে যে অভিষেকের সাড়া পাওয়া যায়, এই ঘটনা তারই প্রমাণ। অন্যদিকে দেবাশিষ বন্দোপাধ্যায় জানান, একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে তাঁদের ভালো লাগছে।

Abhishek Banerjee:’আমি ফিরতেই ইডিকে আমার অফিসে…’, লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশি নিয়ে সরব অভিষেক!
প্রসঙ্গত, গত বছরের জুন মাসে ‘এক ডাকে অভিষেক’ পরিষেবা চালু করেছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। সেই সময় নিজের সাংসদ এলাকার জন্য সেটি চালু করেছিলেন তিনি। পরে সেই পরিষেবা পূর্ব মেদিনীপুরেও চালু হয়। আর এবার সেই পরিষেবাতেই প্রাণ বাঁচলো উলুবেড়িয়ার শিশুর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version