নিজের অন্তঃসত্ত্বা দিদিকে মারধরের ঘটনায় অভিযুক্ত ভাই। অভিযোগ দায়ের Malda জেলার চাঁচল থানায়। অভিযুক্ত যুবক স্থানীয় TMC নেতা বলে দাবি করা হয়েছে। রাজনৈতিক প্রভাব থাকায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ ওই মহিলার

WBSEDCL Power Cut: তিন দিন ধরে বিদ্যুৎ নেই! লোডশেডিংয়ে জেরবার বাসিন্দাদের আন্দোলনে নামার হুঁশিয়ারি, কবে স্বাভাবিক পরিস্থিতি?
কী ঘটনা ঘটেছে?

পাঁচমাসের অন্তঃসত্ত্বাকে মারধোর করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার বিরূদ্ধে। থানায় অভিযোগ করার পরও কোনও ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ অভিযোগ এমনই দাবি ওই অন্তঃসত্ত্বা মহিলার। স্থানীয় নেতার ভয়ে আতঙ্কে রয়েছেন ওই অন্তঃসত্ত্বা। ঘটনাটি মালদার চাঁচল থানা এলাকায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা মারধরের অভিযোগে সরব হয়েছেন ওই তৃণমূল নেতা।

Malda News Today : বন্ধ স্কুলে মূক-বধির নাবালিকাকে ‘গণধর্ষণ’! ‘সামাজিক ব্যাধি’, বললেন মন্ত্রী
কী বলছেন অভিযোগকারিণী?

চাঁদনী পাণ্ডে উপাধ্যায় নামে ওই অন্তঃসত্ত্বার মহিলা জানান, তাঁর স্বামী সিআরপিএফে কর্মরত। তাই পৈতৃক ভিটেবাড়ি মালদার চাঁচল সদর এলাকার দক্ষিণ পাড়ায় থাকেন ওই অন্তঃসত্ত্বা। বাবা কয়েক বছর আগেই মারা গিয়েছেন। বৃদ্ধা বিধবা মাকে নিয়ে ওই বাড়িতে থাকেন চাঁদনী দেবী। চাঁদনী দেবী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মহিলা।

Bidhaba Bhata : বিধবা-বার্ধক্য ভাতা প্রদানে গরমিল! অর্থ ফেরত চেয়ে নোটিশ উপভোক্তাদের, অবাক কাণ্ড মালদায়
পারিবারিক জমি নিয়ে বিবাদ

অন্তঃসত্ত্বাকে সেই পৈতিক ভিটেবাড়ি থেকে উচ্ছেদ করে দখল করতে চাই চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি অমিতেশ পাণ্ডে। অন্তঃসত্ত্বা সম্পর্কে তৃণমূল কংগ্রেস নেতার দিদি। চাঁদনী পাণ্ডে উপাধ্যায় বলেন, ‘আমার বাবা নেই, মাকে নিয়েই আমি দক্ষিণ পাড়ায় থাকি। কিন্তু চাঁচলের তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অমিতেশ পাণ্ডে আমাকে সেই বাড়িতে কোনমতেই থাকতে দিবে না। গত ২৯ তারিখ দাদা অভিষেক পান্ডে লোহার রড হাতে নিয়ে এসে আমার মাকে মারধর করে। মাকে বাঁচাতে গেলে আমার দুই দাদা আমাকে মারধর করে এবং আমার পেটে লাথি মারে।

কী বলছেন অভিযুক্ত TMC নেতা?

যদিও সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন এক নং ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তথা ব্লক তৃণমূলের সহ-সভাপতি অমিতেশ পাণ্ডে। তিনি জানান, আমার দাদু বিভূতিভূষণ পাণ্ডের এই বাড়ি এবং তার সম্পত্তি। তাঁর সম্পত্তি তিনি কাকে দেবেন সেটা পুরোপুরি ভাবে তাঁর ব্যক্তিগত ব্যাপার। আমি যেহেতু তৃণমূলের রয়েছি তাই উনি আমাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন।

‘সরকার বললে তো হবে না, রাজ্যে কাজ কোথায়?’

আর কী জানা গেল?

থানায় অভিযোগ করার পরেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় এবার মালদা জেলা পুলিশ সুপারের দারস্ত হতে চলেছেন ওই অন্তঃসত্তা মহিলা চাঁদনী পান্ডে উপাধ্যায়। আর সমগ্র ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা চাঁচলের দক্ষিণ পাড়ায়। যদিও এ ব্যাপারে পুলিশ কিছু জানাতে চায়নি। ঘটনার তদন্ত হচ্ছে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version