সামনেই কৌশিকী অমাবস্যা। বিশেষ তিথিতে পুজো দিতে রাজ্যের অন্যতম জনপ্রিয় শক্তিপীঠ তারপীঠে প্রচুর ভক্ত সমাগম হবে বলেই মনে করা হচ্ছে। এর মাঝেই মা তারা ভক্তকুলের জন্য খারাপ খবর। তারাপীঠ মন্দিরে পুজো দিতে গেলে পকেটে পড়বে টান। কৌশিকী অমাবস্যার আগেই রামপুরহাট থেকে তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্য অটো ও ট্রেকারের ভাড়া নির্ধারণ করল প্রশাসন। বর্তমান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তে একধাক্কায় যাত্রী ও ভক্তদের উপর আর্থিক বোঝা বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Tarapith Temple : কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, প্রকাশ্যে মদ খেলেই…
রবিবার তারাপীঠ-রামপুরহাট ডেভেলপমেন্ট অথোরিটির দফতরে অটো, ট্রেকার ও হোটেল অ্যাসেসিয়েশনের সঙ্গে বৈঠকে বসে প্রশাসন। সেখানেই নয়া ভাড়া নির্ধারিত হয়। ঠিক হয়েছে গত বছরের তুলনায় এবার অটো ও ট্রেকারে ১০ টাকা করে বেশি ভাড়া নেওয়া হবে। একধাক্কায় ১০ টাকা ভাড়া বৃদ্ধি আগত ভক্তদের উপর আর্থিক বোঝা অনেকটাই বাড়াবে বলে মনে করা হচ্ছে।

প্রত্যেক বছর তারাপীঠে লাখ লাখ ভক্ত পুজো দিতে আসেন। তারাপীঠে আগত ভক্তদের সিংহভাগই ট্রেনে রামপুরহাট স্টেশনে নামেন। সেখান থেকে অটো বা ট্রেকারে তাঁরা মা তারা মন্দিরের উদ্দেশে রওনা দেন। যানজট এড়াতে ওই সময় তারাপীঠের উপর দিয় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। ২৬ অগস্ট জেলাশাসক বিধান রায়ের উপস্থিতিতে অটো ও ট্রেকার চালকদের নিয়ে বৈঠকে বসেছিল প্রশাসন। সেই বৈঠকে তাঁদের ভাড়ার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।

Boro Maa Naihati : বড়মার মন্দিরে ঘটা করে ভূমিপুজো! দুর্গাপুজো শেষ হতেই ভক্তদের জন্য বড় চমক
প্রত্যেক বছরও অটো ও ট্রেকার চালকদের বিরুদ্ধে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে। অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রী ও গাড়িচালকদের মধ্যে বচসার পরিস্থিতিও তৈরি হয়। ২৬ অগাস্টের বৈঠকে জেলাশাসক জানিয়েদেন, প্রশাসন যে ভাড়া ঠিক করে দেবেন, অটো-ট্রেকার চালকদের সেই ভাড়াই নিতে হবে। ভক্তদের তরফে ভাড়া নিয়ে কোনও অভিযোগ এলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। রবিবারের বৈঠকে সেই ভাড়াই নির্ধারিত হল। যদিও টিআরডিএ-র তরফে দাবি করা হয়েছে, ভাড়া বাড়ানো হবে না, আগেরবার যা ভাড়া ছিল তাই নেওয়া হবে।

Kachua Dham Loknath Mandir : কচুয়ায় ৩ দিন ব্যাপি উৎসব, বিপুল ভক্ত সমাগম! যশোর রোডে তীব্র যানজটের আশঙ্কা
গত বছর রামপুরহাট থেকে তারাপীঠ মন্দির অবধি ভাড়া নির্ধারণ করে দিয়েছিল প্রশাসন। অটোয় যাত্রী পিছু ৪০ টাকা ও ট্রেকারে যাত্রী পিছু ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল। সেখানে এবার কৌশিকী অমাবস্যার সময় তা বেড়ে যথাক্রমে ৫০ ও ৪০ টাকা হবে বলে জানা গিয়েছে। যাত্রীদের অনেকের মতে রামপুরহাট থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব ৮ কিলোমিটার। সেখানে আগের ভাড়াই বেশি ছিল। তার উপর হঠাৎ করে আরও ১০ টাকা বাড়িয়ে দেওয়ায় সমস্যা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version