বান্ধবী আসছে, দেখা করবি আয়! এই বলে ডাকা হয় এক যুবককে। যুবক আসতেই তাঁকে অপহরণ করে নেওয়ার অভিযোগ। অভিনব কায়দায় বন্ধুকে অপহরণ। অভিযুক্তকে গ্রেফতার করল বাউড়িয়া থানার পুলিশ। পাওনা টাকা আদায়ের জন্যেই বন্ধুকে অপহরণ করার কৌশল করেছিল অভিযুক্ত বলে জেরায় জানিয়েছে সে।

Gold Shop: সেনকো ডাকাতির স্মৃতি উসকে ফের টার্গেট সোনার দোকান, গুলি চালিয়ে ছিনতাই
ঠিক কী ঘটেছে ?

পাওনা টাকা আদায়ের জন্য অভিনব পরিকল্পনা। বান্ধবীর টোপ দিয়ে বন্ধুকে ডেকে এনে অপহরণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় মঙ্গলবার রাতে বাউড়িয়া থানার পুলিশ সাঁকরাইলের মানিকপুর থেকে শেখ আজিজ আলি নামে এক যুবককে গ্রেফতার করল। ধৃতকে বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Howrah News : এক ডাকেই ‘সাড়া দিলেন’ অভিষেক! গলা থেকে লকেট বের করে প্রাণ বাঁচল শিশুর
কী ঘটেছিল যুবকের সঙ্গে?

জানা গিয়েছে, বাউড়িয়া নর্থ মিল এলাকার বাসিন্দা শেখ আজিজের কাছ থেকে বেশ কিছু টাকা পেত সাঁকরাইলের মানিকপুরের বাসিন্দা শেখ আজিজ আলি। যদিও আজিজ সেই টাকা না মিটিয়ে মুম্বাই চলে যায়। আজিজ আলি একাধিকবার আজিজকে টাকা ফেরতের কথা বললেও আজিজ টাকা ফেরত না দেওয়ায় আজিজ আলি তাকে অপহরণের পরিকল্পনা করে। সেইমত আজিজ আলী আজিজকে এক বান্ধবীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার নাম করে সাঁকরাইলের ডেকে পাঠায়।

Howrah News Today : ‘মদ খাব, টাকা দাও’, না দিতেই মায়ের গলায় ছুরির কোপ, হাওড়ায় গ্রেফতার গুণধর ছেলে
এরপর কী হল?

অভিযোগ, সেইমত মঙ্গলবার আজিজ মুম্বাই থেকে সাঁকরাইলে আসলে আজিজ আলি তাকে অপহরণ করে। পরে আজিজের মামার কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে আজিজের মামা বিষয়টি বাউড়িয়া থানায় জানালে পুলিশ তদন্তে নেমে আজিজ আলির মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে রাতে মানিকপুর থেকে আজিজ আলিকে গ্রেফতার করে এবং শেখ আজিজকে উদ্ধার করে। ধৃতকে এরপরেই গোটা ঘটনা সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুজোর আগে সুখবর! ২ ঘন্টায় কলকাতা to ঝাড়গ্রাম

পুলিশ কী বলছে?

পুলিশ জানিয়েছে, এমন ভাবে অভিনব কায়দায় অপহরণ করার উদাহরণ খুব একটা নেই। এই ঘটনার পেছনে পাওনা টাকা নাকি অন্য কোনও কারণ রয়েছে সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ছেলেকে ফিরে পেয়ে নিশ্চিন্ত ওই যুবকের পরিবার। এরকম ঘটনায় অবাক তাঁদের পরিবারের লোকজনও। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এরকম ঘটনার কথা জানতে পেরে অবাক হয়েছেন অনেকেই। দোষীর কড়া শাস্তির আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version