দেশের নাম ভারত রেখে ইন্ডিয়া শব্দ বাদ! জল্পনা শুরু হতেই প্রতিবাদে তৃণমূল। ভারতের সংবিধান হাতে নিয়ে হুগলির চুঁচুড়া ঘড়ির মোড় থেকে খরুয়াবাজার প্রতিবাদ মিছিলে সামিল হয় তৃণমূল কর্মীরা। বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই প্রতিবাদ সংগঠিত হয়।

তৃণমূল বিধায়ক অসিত বলেন, ‘ভারতবর্ষ, ইন্ডিয়া দুটো নামেই আমাদের দেশ পরিচিত।যেহেতু বিজেপি বিরোধী I.N.D.I.A জোট হয়েছে তাই ইন্ডিয়ায় এলার্জি দেখা দিয়েছে।অথচ ইন্ডিয়া নামের সঙ্গে বহু ইতিহাস দেশের ঐতিহ্য জড়িত।ভারতের সংবিধানকে আমরা দ্যা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলি,ইন্ডিয়া গেট শহীদ স্মারক, রিজার্ভ ব্যাঙ্কের নামের সঙ্গে ইন্ডিয়া রয়েছে, রেল বিমানের সঙ্গে ইন্ডিয়া যুক্ত। আসলে দেশকে বিভাজন করতে চায় নরেন্দ্র মোদী। ইন্ডিয়া জোটকে ভয় পেয়ে ইন্ডিয়াকেই বাদ দিতে চাইছে। যা কোনও ভাবেই করতে দেব না। জোর করে করতে গেলে প্রতিবাদ হবে।’

India vs Bharat Row : ইন্ডিয়া বদলে দেশের নাম ভারত হচ্ছে? অবশেষে মুখ খুললেন‌ মোদীর মন্ত্রীরা
বিজেপি নেতা সুরেশ সাউ বলেন,’ইন্ডিয়ার নাম ভারত হয়েছে তাতে বিধায়কের সমস্যা কোথায়? তাহলে কি পাকিস্তান হলে খুশি হতেন! বিধায়কের কোন কাজ নেই তাই তিনি এসব করে বেড়াচ্ছেন কারণ তাকে টিভির পর্দায় থাকতে হবে । বিরোধীরা যে জোট করেছে, কিছুদিন পর আর তাদের খুঁজে পাওয়া যাবে না। আমরা ভারত বলতেই ভালোবাসি।’

প্রসঙ্গত, বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব থেকে হিমন্ত বিশ্ব শর্মাদের মতো বিজেপি নেতারাও দেশের নাম শুধু ভারতের পক্ষে সওয়াল করতে শুরু করেন। যদিও কেন্দ্র সরকারের পক্ষ থেকে এনিয়ে কোনও বক্তব্য সামনে আসেনি।

India Name Change Row : ‘ভারত তো আমরা বলিই…’, দেশের নাম পরিবর্তনের জল্পনা নিয়ে মুখ খুললেন মমতা
বিতর্কের সূত্রপাত, জি-২০ সম্মেলনের নৈশভোজের কার্ড নিয়ে । G20 সম্মেলনের নৈশাহারের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ শব্দবন্ধ ব্যবহার হওয়ায় সেখান থেকেই জল্পনার জন্ম। বিশেষজ্ঞ ও বিরোধীদের দাবি, শীঘ্রই সরকারিভাবে দেশের নাম বদলে ভারত করতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। শুধু রাষ্ট্রপতি নয়, বদলে গিয়েছে প্রধানমন্ত্রীর পরিচয়নামাও। সেখানে লেখা ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধীরা নিজেদের জোটের নাম ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স অর্থাৎ I.N.D.I.A। এরপরই কেন্দ্র সরকারের তরফে নাম বদলের তোড়জোড়। মনে করা হচ্ছে, চলতি মাসের ১৮-২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে কেন্দ্র। সেখানে নাম পরিবর্তনের এই বিল আনা হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version