এই সময়: নিয়োগ দুর্নীতিতে আগামী ১১ সেপ্টেম্বর তারা যে রিপোর্ট পেশ করবে, সেই দুর্নীতির খতিয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান বিশাল হবে, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এমনটা জানাল সিবিআই। আবার, যাঁর এজলাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমনটা জানিয়েছে, বিচারপতি সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ দিনই নিয়োগ দুর্নীতির অন্য একটি মামলায় এক আইনজীবীর বক্তব্যের প্রেক্ষিতে মন্তব্য করলেন, ‘যাওয়ার আগে কিছু করে যাব। বিপ্লব দীর্ঘজীবী হবেই!’

Justice Abhijit Ganguly : ‘ক’দিন পর তো চলেই যাব…’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য তোলপাড় হাইকোর্ট
২০০১-র ১১ সেপ্টেম্বর ইউএসএ-র নিউ ইয়র্ক শহরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল জঙ্গি হামলায়। নিয়োগ দুর্নীতির মামলায়, ঘটনাচক্রে, ওই তারিখেই সিবিআইকে রিপোর্ট দিতে বলেছে হাইকোর্ট। তাই, সিবিআই ওই দিনটি অর্থাৎ ৯/১১-র আন্তর্জাতিক তাৎপর্যের সঙ্গে মিলিয়ে বিষয়টি কিছুটা চমকপ্রদ ভাবে উপস্থাপন করে নাটকীয় ভঙ্গিতে আশ্বাস দিয়েছে, এমনটা আইনজীবীদের অনেকে মনে করছেন। সেটা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘তা হলে তো সেটা ভেঙে ফেলা দরকার!’

Justice Abhijit Ganguly : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ‘টেট পাশ’ রায় বহাল! বুধে ‘বড়’ নির্দেশ হাইকোর্টের
আবার এ দিন নিয়োগ দুর্নীতির অন্য একটি মামলায় আইনজীবীদের কথার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা প্রসঙ্গে বলেন, ‘আর ক’টা দিন আছে। চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব!’ বিচারপতির কথা শুনে বর্ষীয়ান আইনজীবী কল্লোল বসু বলেন, ‘বিল্পব দীর্ঘজীবী হোক।’ তার পরেই বিচারপতির বক্তব্য, ‘বিপ্লব দীর্ঘজীবী হবেই।’

Recruitment Scam : ঘুমিয়ে পড়লেন! পুর নিয়োগে ইডি-সিবিআই তদন্তে ক্ষুব্ধ কোর্ট
আগামী বছর, ২০২৪-এর অগস্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অবসর নেওয়ার কথা। এ দিন তাঁর ভরা এজলাসে আইনজীবীদের একাংশ দাবি করেন, বিচার ব্যবস্থা নিয়ে মানুষের মনে নতুন আশা জেগেছে। কল্লোল বসুর কথায়, ‘আদালতে সাধারণ মানুষ আসেন। কেন তাঁরা বার বার বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘরে মামলা করতে চান?’ এ সব কথার মধ্যেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘যারা ভুলে যায়, তারা অকৃতজ্ঞ। কিছু করে যাব। এই ভাবে চলতে পারে না!’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version