পড়ুয়াদের স্কুলের প্রবেশের সময় বেলা ১১টা। তার আগেই শিক্ষকদের স্কুলে এসে যাওয়াটাই নিয়ম। অথচ, ১১টা বেজে গেলেও শিক্ষকদের দেখা পাওয়া হয় না। স্কুলে উপস্থিত হলেও তাঁরা তাস-লুডো খেলায় মেতে থাকেন বলে অভিযোগ। অবশেষে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনা কোচবিহার জেলার দিনহাটায়।

কী ঘটনা ঘটেছে?

শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা দিয়ে স্কুলের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নং ব্লকের চৌধূরীহাট গ্রাম পঞ্চায়েতের চান্দের কুঠি হাই মাদ্রাসায়। স্কুলে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ তুলেই এদিন প্রতিবাদ দেখান পড়ুয়াদের অভিভাবকরা।

Cooch Behar News : স্কুলে দুই শিক্ষকের মধ্যে মারামারির অভিযোগ! আতঙ্কিত পড়ুয়ারা, ছুটে গেল পুলিশ
কী অভিযোগ রয়েছে?

ঘটনার বিবরণে জানা যায়, স্কুলের শিক্ষকরা নিয়মিত স্কুলে আসে না। স্কুলে আসলেও নির্দিষ্ট সময়ে অনেকেই আসে না ক্লাস ঠিক মত না করিয়ে লুডো খেলায় মনোনিবেশ ঘটায় শিক্ষকরা। এই অভিযোগ তুলে স্কুল প্রাঙ্গণে শিক্ষকদের ঢুকতে বাধা দিয়ে স্কুলের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে আসে নয়ারহাট থানার পুলিশ।

Paschim Medinipur News : তালাবন্ধ স্কুলের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ, রহস্যজনক কাণ্ড মেদিনীপুরে
স্কুলে পড়াশোনা পরিবেশ ফেরানোর আর্জি

পুলিশের হস্তক্ষেপে এদিন আন্দোলনরত এলাকাবাসী আন্দোলন থেকে সরে যায়। দীর্ঘক্ষণ পর শিক্ষকরা স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে। স্থানীয়দের মধ্যে আতারুল হক বলেন, ‘প্রধান শিক্ষকের জন্য স্কুলের পঠনপাঠনের করুণ পরিস্থিতি। প্রায় সময়েই ১১টার পরে স্কুলে আসেন। নিয়মিত ক্লাস হয় না। ক্লাস না করিয়ে লুডো ও তাস খেলে। শুধু তাই নয়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল উন্নয়নের টাকা তছরুপ করারও অভিযোগ তোলেন স্থানীয় গ্রামবাসীরা।

Boarding Schools in India: এখানে ভর্তি করলেই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল! রইল দেশের সেরা 10 বোর্ডিং স্কুলের হদিশ
স্কুলের কী বক্তব্য?

স্কুলে অনিয়ম হওয়ার অভিযোগের কথা অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে টিচার ইন চার্জ হাসানুর মজুমদার বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। শিক্ষকের অভাব রয়েছে, এইভাবে স্কুল চালাতে সমস্যা হচ্ছে। কোনও অভিযোগ থাকলে, সেটা সংশোধন করার চেষ্টা করব।’

লজ্জা! শিক্ষক দিবসে তালাবন্দি রইলেন শিক্ষকরা!

এর আগেও বিভিন্ন জেলার প্রান্তিক স্কুলে অনিয়মের অভিযোগ ওঠে। কিছুদিন আগেই ইন্দাসের শান্তাশ্রম জুনিয়র গার্লস হাই স্কুলে শিক্ষকের অভাবের অভিযোগ ওঠে। শিক্ষকের অভাবে চতুর্থ শ্রেণির কর্মীকে ক্লাস নিতে দেখা যায় স্কুলের ছাত্রদের। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। দুজন শিক্ষক দিয়ে পুরো স্কুল চালানো সম্ভব নয় বলে জানায় স্কুল কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version