আজ ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েতের রসপুঞ্জ পি কে হাই স্কুলের দুয়ারে সরকার শিবির পরিদর্শনে গেলেন দক্ষিণ ২৪ পরগনার মাননীয় জেলাশাসক সুমিত গুপ্তা। জেলার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন), মাননীয় মহকুমা শাসক (আলিপুর সদর), মাননীয় জেলা পরিকল্পনা আধিকারিক ও অন্যান্য আধিকারিকরাও জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন।