নিয়োগ দুর্নীতির তদন্ত নেমে গ্রেফতারির মুখে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর গ্রেফতারির পর শান্তিনিকেতনের ‘অপা’ থেকে শুরু করে রাজ্যের একাধিক জায়গায় নামে-বেনামে থাকা পার্থর সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে আদালতে দাবি করেছিল ED। নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য নিয়েও এদিন কলকাতা হাইকোর্টে চাঞ্চল্যকর দাবি করেন ইডির আইনজীবী।

Primary TET Scam : প্রাথমিকে বেআইনি নিয়োগে পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি ভূমিকা ছিল, হাইকোর্টে জানাল CBI
মঙ্গলবার আদালতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar ghosh) এজলাসে। শুনানির সময় ED-র আইনজীবী আদালতে জানান, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee News) মতো জেলবন্দি মানিকেরও একটি স্কুলের হদিশ পাওয়া গিয়েছে। যদিও মানিকের আইনজীবী জানিয়েছেন, যে স্কুলের কথা বলা হচ্ছে সেটি সরকারি স্কুল এবং তা ১০০ বছরের পুরনো। মানিকের মালিকাধীন কোনও বেসরকারি স্কুল নেই বলেও আদালতে জানিয়েছেন ইডির আইনজীবী।

Calcutta High Court : জামিন পেতে হাইকোর্টের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়, আপত্তি জানাল ED
আগেই মানিককে নিয়োগ দুর্নীতির ‘কিংপিন’ বলে আদালতে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিকবার জামিনের আবেদন করা সত্ত্বেও তা খারিজ করে দিয়েছে আদালত। এদিন তাঁর আইনজীবী আদালতের কাছে আবেদন করেন, জামিন মামলায় মানিককে আদালতে আসার অনুমতি দেওয়া হোক। মানিকের আইনজীবীর আর্জির পরিপ্রেক্ষিতে বিচারপতি ঘোষ বলেন, ‘প্রয়োজনে পরে সেই বিষয়ে ভাবা হবে। আপাতত প্রয়োজন নেই।’ এদিন ED তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি ঘোষ। ইডির আইনজীবীর উদ্দেশে বিচারপতির প্রশ্ন, ‘দু’সপ্তাহ সময় চাওয়া হয়েছিল। তার মধ্যে কী করেছেন?’ এই মামলার পরবর্তী শুনানি ২৭ সেপ্টেম্বর।

অন্যদিকে সোমবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। হাইকোর্টে সিবিআই জানিয়ছেন প্রাইমারি নিয়োগ দুর্নীতির সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর সরাসরি যোগাযোগ ছিল। এমনকী মানিকের নাম উল্লেখ করে আদালতে তাৎপর্য দাবি করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছেন, মানিক নিয়মিত পার্থ চট্টোপাধ্যায়ের চেম্বারে যেতেন বলে সিবিআইয়ের হাতে তথ্য রয়েছে।

Justice Abhijit Ganguly : ‘ক’দিন পর তো চলেই যাব…’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য তোলপাড় হাইকোর্ট
সোমবার ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ সমান দুর্নীতির পর্দাফাঁস করেছিল সিবিআই। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে পার্থকে নিয়ে আরও এক চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, নিজের সচিবকে ভয় দেখিয়ে ২০১৪-র নিয়োগ দুর্নীাতির অনেক গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করেছে পার্থ। তাঁকে সেই তথ্য মুছে ফেলতে বাধ্য করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version