পূর্ব বর্ধমান জেলার নম্বর
বর্ধমান ১ এলাকার জন্য 0342-2662872/ 03422663061, বর্ধমান 2 এলাকাবাসীর জন্য 0342-2663121/ 03422665041, বর্ধমান 3 এলাকাবাসীর জন্য 0342-2645824/ 03422644840, বর্ধমান 4 এলাকাবাসীর জন্য 0342-2530906/ 03422532692, খণ্ডঘোষ ০৩৪৫১-২৫৪৩৪৪, গুসকারা এলাকার জন্য 03452-255041/ 03452-255042, বনপাশ 03452-263233/ 03452-263300, GALSI 03422-450293, ভাতার 03422-321055, কুরমুন ০৩৪২-২৩১০০৬৩, মাধবদিহি এলাকার জন্য 03451-251013, রায়না ০৩৪২২-৫৮৮৩৮৮ মেমারি এলাকার জন্য ০৩৪২২-২৫০২৪৫, শক্তিগড় এলাকার জন্য 03422-586022, সাতগাছিয়া এলাকার নম্বর 3422700252, জামালপুর এলাকার নম্বর ০৩৪৫১-২৮৮২৪৫, নবস্থ এলাকার জন্য 03422-719258, কাটোয়া দাইনহাট এলাকার জন্য 03453244269, নতুনহাট এলাকার জন্য 03453-266550, কাটয়া এলাকাবাসীর জন্য 03453255145, কেতুগ্রাম 03453273222, মন্টেশ্বর 03422-750526, সমুদ্রগড় এলাকার জন্য 03454-266246, বৈদ্যপুর 03454-245237, পূর্বস্থলী এলাকার জন্য ০৩৪৫৪-২৬৪০৫৫, কালনা 03454-255035, ধাত্রিগ্রাম 03454-270580, বেনাচিটি 0343-2584589,
পশ্চিম বর্ধমান জেলার নম্বর
অণ্ডাল এলাকার জন্য 0341-2373236, পানাগড় এলাকার জন্য 0343-2524266, বুডবুড 0343-2512234, UKHRA 0341-2665521, জামুরিয়া 0341-2455356, গোপালপুর 0343-2538501, পাণ্ডবেশ্বর 0341-2677303, আসানসোল১ 0341-2284339, আসানসোল ২ 0341-2252920, রানীগঞ্জ 0341-2444569, বারাকর 0341-2520030, হীরাপুর 0341-2230871, রূপনারায়ণপুর 03412530248, দোমোহানি 0341-2772269
জেলায় জেলায় বিদ্যুৎ ঘাটতি
রাজ্য বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ঘাটতি রয়েছে গোটা রাজ্যে। যার কারণে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গে দফায় দফায় লোডশেডিং হচ্ছে। কয়লার যোগানের সমস্যার পাশাপাশি রাজ্য বিদ্যুৎ নিগমের উৎপাদন ঘাটতিও এর জন্যেই বিদ্যুৎ ঘাটতি হচ্ছে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, ১১০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি চলছে। ফলে ন্যাশনাল গ্রিডে সরবরাহ কমে গিয়েছে।
বিদ্যুৎ ঘাটতি নিয়ে বিরোধীদের অভিযোগ
রাজ্যের বিদ্যুৎ ঘাটতি নিয়ে দুদিন আগেই অভিযোগ জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইট করে জানান, দেউলিয়া মুখ্যমন্ত্রীর দেউলিয়া সরকারের বিদ্যুৎ দফতরের আধিকারিকদের জানালাম যদি আগামী দিনের মধ্যে সমস্যার সমাধান না করতে পারেন, তবে আগামী বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরের সামনে ধর্নায় দেখতে পাবেন। তবে কয়েকদিনের মধ্যেই বিদ্যুৎ ঘাটতি মিটবে বলে জানিয়েছে বিদ্যুৎ দফতর।