ট্রেন্ডিং অভিষেক
জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব আইটি সেল এবং তৃণমূল কংগ্রেসের আইটি সেল মিলেই এদিন সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রচার মূলক ছবি শেয়ার করতে থাকেন। এরমধ্যেই পূর্ববর্তী টুইটার বা এক্স হ্যান্ডেলে #ABJhukeganehi বলে ট্যাগ দিয়ে বিভিন্ন প্রচার সারতে থাকে। এর মধ্যেই এই হ্যাশ ট্যাগ ট্রেন্ডিং চলছে বলে দাবি করা হয় তৃণমূলের তরফে।
প্রচার সারছে তৃণমূল
তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির দফতরে হাজির হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রচার পর্ব শুরু করে তৃণমূল। প্রসঙ্গত, এই সময়ে বিদেশ সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাঝে আজকেই ইডির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ
এদিন সকালেও এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়ে ছবি শেয়ার করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোফাইল থেকে। কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের বিষয়ে তীব্র নিন্দা করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ানে সেখানে লেখা হয়, ‘‘আমার সঙ্গে লড়াইয়ের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছে বিজেপি। সিবিআই, ইডির মাধ্যমে হুমকি দিয়ে।’ তিনি আরও লেখেন, আমাকে ভয় দেখিয়ে আমাকে দমানো যাবে না।’ তাঁর কথায়, আমাকে জনগণের সেবা থেকে আমাকে সরানো যাবে না। জনগণের কাছে পৌঁছনো থেকে আটকানো যাবে না।’