শুভেন্দু অধিকারীকে আক্রমণ
এদিন জিজ্ঞাসাবাদের পর বেরিয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ‘ইডি – সিবিআইকে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। তদন্ত নিরপেক্ষ হচ্ছে না এটা খুব দুর্ভাগ্যজনক।’ তাঁর কথায়, একজন নেতা বিজেপিতে চলে গিয়েছে বলে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
আমাকেও গ্রেফতার করুক
এদিন অভিষেক জানান, আমাকেও গ্রেফতার করুক। তাহলে আমার স্টেটমেন্ট কোর্টের সামনে আসবে, তখন দেখা যাবে কোন তদন্তের জন্য আমি কী জবাব দিয়েছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে তিনি জানান, দুর্নীতি কাণ্ডে সবাইকে গ্রেফতার করা হোক। কিন্তু সেটা শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু হোক।
নারদা মামলায় পদক্ষেপ
সম্প্রতি নারদা কাণ্ডে ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করার জন্য ফের ম্যাথু স্যামুয়েলকে ডেকে পাঠানো হয়েছে। এই প্রসঙ্গে অভিষেক জানান, এটা বাজার গরম করার জন্য করা হয়েছে। সারদা, নারদা মামলা দশ থেকে বারো বছর আগে উঠে এসেছিল। কিন্তু সেই মামলায় কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এখনও। এত বছর পরেও তাঁকে ডেকে যদি কোনও পদক্ষেপ না করা হয়, বিচার প্রক্রিয়া শেষ করা বা নয়, তাহলে তদন্তের মানে কি? প্রশ্ন তোলেন তিনি। এদিন প্রায় নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অভিষেক জানান, আমাকে কালকেও ডাকা হোক, তাতেও আমার কোনও অসুবিধা নেই। আমাকে ৯ ঘণ্টা কেন, ৯৬ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করা হোক আমার আপত্তি নেই। কিন্তু, মামলার নিষ্পত্তি হোক এবং তদন্ত নিরপেক্ষ হোক বলে দাবি করেন তিনি।