Mandarmani Sea Beach এ মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। আরও ২ যুবক তলিয়ে গেলেও তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃত যুবকের নাম নভেদ আকতার( ৪০)। কৌশিকী অমাবস্যার কারণে এমনিতেই সমুদ্র উত্তাল। তার মধ্যেই পর্যটকের মৃত্যুতে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

Digha Sea Beach : রঙের পর রূপ বদল, অমাবস্যা ছাড়তেই দিঘার সমুদ্রে হচ্ছেটা কী! ভীত পর্যটকরা
কী জানা যাচ্ছে?

মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত হয়েছে এক যুবকের। আরও দুই যুবক নিখোঁজ বলে জানা যাচ্ছে। এছাড়াও তলিয়ে যাওয়া ২ যুবককে উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম নভেদ আকতারের বাড়ি কলকাতার ধর্মতলা এলাকায়। উদ্ধার হয়েছে দুজন। আরও দুই পর্যটক নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশির কাজ চলছে।

Digha Incident : দিঘার সমুদ্রে নেমে বিপত্তি! তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করতে কালঘাম নুলিয়াদের
ভ্রমণে গিয়ে বিপত্তি

জানা যাচ্ছে, কলকাতা থেকে আজ পাঁচজনের দল মন্দারমনিতে বেড়াতে এসেছিল। দুপুরে স্নানে নেমেই বিপত্তি হয়। কৌশিকী অমাবস্যার টানে আজও সমুদ্র উত্তাল। সেই উত্তাল সমুদ্র স্নানে নেমে বিপত্তি। পাঁচজনের মধ্যে ২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি তিনজন তলিয়ে যায়। একজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। যুবকের মৃতদেহ উদ্ধার করে রামনগরের বড়রাংকুয়া হাসপাতালে আনা হয়েছে।

Digha Sea Beach: কৌশিকী অমাবস্যায় আচমকা বদলাল সমুদ্রের জলের রং! দিঘায় আতঙ্কে পর্যটকেরা
সমুদ্র উত্তাল

কৌশিকী অমাবস্যার কারণে বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্রের গভীরে না যাওয়ার ব্যাপারে পর্যটকদের নিষেধাজ্ঞা রয়েছে। তারপরেও মন্দারমণিতে পর্যটক তলিয়ে যাওয়ায় ঘটনায় উঠেছে প্রশ্ন। জানা যায়, এদিন ওই পাঁচ জন যুবকের দল সমুদ্রের গভীরে যাওয়ার চেষ্টা করছিলেন। এর ফলেই বিপত্তি ঘটে।

দিঘায় জলের রং পরিবর্তন

কৌশিকী অমাবস্যায় বৃহস্পতিবার দিঘায় সমুদ্রের জলের রঙে পরিবর্তন লক্ষ্য করেন পর্যটকরা। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত সমুদ্রের জল উত্তাল ছিল। দিঘা সমুদ্র সৈকতেও এদিন এক পর্যটক তলিয়ে যাচ্ছিলেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা সুব্রত সরদার নামে এক পর্যটক তলিয়ে যাচ্ছিলেন। নুলিয়াদের প্রচেষ্টায় তাঁকে বাঁচানো সম্ভব হয়।

অমাবস্যা-নিম্নচাপের জোড়া ফলায় উত্তাল দিঘার সমুদ্র

সমুদ্র উত্তাল থাকার কারণে বারংবার মাইকিং করে সতর্কতা জারি করা হয়। সৈকতের ধারের দড়ির বাঁধন ব্যারিকেড করে দেওয়ার ব্যবস্থা হয়। এরপরেও সমুদ্র সৈকতে উন্মাদনায় ভেসে কিছু পর্যটক সমুদ্রের গভীরে চলে যাওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ এসেছে। একাধিকবার সতর্কতা সত্বেও ফের দুর্ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version