শহরে মিটিং-মিছিল?
কলকাতা পুলিশের লালবাজার কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আজকে শহরে বড় কোনও মিটিং মিছিল নেই। সকাল থেকে শহরে যান চলাচল মোটের উপর স্বাভাবিক রয়েছে। সকালের দিকে ট্রাফিক কিছুটা স্লো থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাফিকের গতি স্বাভাবিক হবে বলেই মনে করা হচ্ছে।
যানজট হওয়ার সম্ভাবনা?
প্রসঙ্গত, কলকাতায় দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশের তরফে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সকাল ৬টার পর থেকে বড় পণ্যবাহী যান চলাচল কলকাতার রাস্তায় বন্ধ করা হয়েছে। এছাড়াও সকালের দিকে স্কুল ছুটির সময় সংশ্লিষ্ট রাস্তা গুলিতে যানজট কমানোর জন্যেও কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্কুল ছুটির আগেই যাতে স্কুলের সামনের রাস্তায় যানজট না হয়, সে কারণে ছুটির অনেকক্ষণ আগে গাড়ি নিয়ে দাঁড় করানো যাবে না স্কুলের সামনে। নচেৎ পাঁচশো টাকা জরিমানা করার নির্দেশ জারি হয়েছে।
বৃষ্টিতে বাড়তি দুর্ভোগ?
অন্যদিকে, আবহাওয়া দফতরের খবর অনুযায়ী শনিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। বৃষ্টিমুখর শহরে কিছুটা রোদের ছটা দেখতে পাবেন শহর বাসীরা। তবে কলকাতার রাস্তায় জল জমে যান চলাচল বিঘ্ন ঘটায় কোনও খবর নেই।
ট্রাফিক আইন মেনে যাতায়াত
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, জন সাধারণকে ট্রাফিক আইন মেনে চলার জন্য। সিগন্যাল মেনে রাস্তা পারাপার, বাইক আরোহীদের হেলমেট পরার ব্যাপারে কড়া নির্দেশ রয়েছে। কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে প্রতি মুহূর্তে ট্রাফিক আপডেট দিয়ে দেওয়া হবে। এছাড়াও কলকাতা পুলিশের টোল ফ্রি নম্বর 1037 এবং 9830811111 নম্বরে ফোন করে ট্রাফিক আপডেট জেনে নেওয়া যাবে।