মাদ্রিদে গিয়ে ‘মেগা অ্যানাউন্সমেন্ট’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রাজ্যে যাতে শিল্পক্ষেত্রে বিনিয়োগ আসে সেই কারণে স্পেনে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সফরসঙ্গী হয়েছিলেন সৌরভ।

বৃহস্পতিবার বাণিজ্য সম্মেলনের মঞ্চে তিনি জানান, বাংলায় শিল্পের প্রসার ঘটনাতে উদ্যোগী তিনি। আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে মেদিনীপুরে নিজস্ব দ্বিতীয় ইস্পাত কারখানা গড়ে তুলবেন। দাদার এই ঘোষণার পরেই রাজনৈতিক মঞ্চ থেকে মিশ্র প্রতিক্রিয়া ভেসে এসেছিল।

Midnapore Steel Plant: মেদিনীপুরে দ্বিতীয় ইস্পাত কারখানা গড়বেন খোদ সৌরভ, মাদ্রিদে সুখবর শোনালেন মহারাজা
মমতার সফর সঙ্গী হওয়া থেকে শুরু করে BCCI-এর সভাপতি পদ থেকে সৌরভকে সরানো, সবকিছু একসুতোয় বেঁধে রাজনৈতিক মহল যখন চুলচেরা আলোচনায় ব্যস্ত সেই সময় গুরুত্বপূর্ণ মন্তব্য করতে শোনা গেল বঙ্গ BJP নেতা তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে। সৌরভ ‘বন্দনা’-ই করলেন তিনি। পাশাপাশি ইশ্বরের কাছে ‘দাদা’-র সাফল্যও কামনা করলেন।

সৌরভ প্রসঙ্গে বড় মন্তব্য দিলীপ ঘোষের…

মহারাজ যে অংশে নতুন ইস্পাত কারখানা গড়ে তুলতে চাইছেন সেখানকার সাংসদও ঘটনাক্রমে দিলীপ ঘোষ।

Dilip Ghosh News : ‘আমেরিকার চন্দ্রযান পুরোটাই ঢপবাজি,’ দিলীপের আজব দাবি ঘিরে শোরগোল
সৌরভের ঘোষণা প্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় গিয়েছেন বাংলার স্বার্থে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে সফল হন। তাতে বাংলার লাভ হবে। তবে তিনি রাজনীতির চক্করে যাতে না পড়েন। এই ঢপবাজির রাজনীতিতে যেন না পড়েন। যদি সম্ভব হয় বাংলায় আরও যাঁরা এই ধরনের সেলিব্রিটি রয়েছেন তাঁদেও মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগান। তাঁদের ইমেজকে কাজে লাগিয়ে যদি বাংলার লাভ হয় ক্ষতি কী! তবে শুধু খবর তৈরি করে আর ছবি তুললে কোনও লাভ হবে না।”

‘প্রদীপ জ্বালার আগে তেল-সলতে দিতে যাচ্ছি’

Mamata Banerjee Spain : লা লিগার সঙ্গেও মউ-ক্রিসমাসের মধ্যেই বাংলায় উৎপাদন শুরু স্পেনের টেক্সটাইল সংস্থাও, জানালেন মমতা
‘বাংলায় জমির অভাব নেই’
এদিন বাংলায় শিল্পায়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সুরই শোনা গেল দিলীপ ঘোষের কণ্ঠে। তিনি বলেন, “জমি তো রয়েইছে। বাম আমলে যে জমিগুলিতে শিল্প কারখানা হয়নি বা হয়ে বন্ধ হয়ে গেছে বা ওরাই বন্ধ করে দিয়েছেন সেগুলো তো রয়েইছে।”

যদিও রাজ্যকে নিশানা করে তাঁর সংযোজন, “কিন্তু, উন্নয়নের জন্য যে জমি কেন্দ্র সরকার চাইছে- রেললাইন, বিমানবন্দর নির্মাণ করা, জাতীয় সড়ক নির্মাণ করার জন্য সেই জমি রাজ্য দিতে পারছে না। ফলে কেন্দ্র সরকারের সব প্রকল্প আটকে যাচ্ছে।”

Mamata Banerjee Spain : শিল্পের আহ্বানে ধর্মনিরপেক্ষ বঙ্গ: মাদ্রিদে মুখ্যমন্ত্রী
রাজ্যজুড়ে বিভিন্ন ব্যাংক থেকে টাকা ‘উধাও’ প্রসঙ্গে দিলীপ ঘোষ…
সম্প্রতি সামনে আসা বিভিন্ন ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, “এই বিষয়টি অত্যন্ত চিন্তার। এটা ডিজিটাল যুগ। কিন্তু, এই সরকারকে আরও বেশি উদ্যোগী হতে হবে বলে মনে করি। সাধারণ মানুষকেও আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version