জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার চক্রবর্তী পরিবারে আগমন ঘটে নতুন সদস্যের। এদিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ(Ridhima Ghosh)। বাবা হলেন অভিনেতা গৌরব চক্রবর্তী(Gaurav Chakraborty)। গত পয়লা বৈশাখে নতুন সদস্য আসার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তারকা দম্পতি। রবিবার সকালে নেটপাড়াতেই নতুন সদস্যের নাম ঘোষণা করলেন গৌরব-ঋদ্ধিমা।

আরও পড়ুন- Sayantika Banerjee in Bangladesh: বাংলাদেশের শ্যুটিং সেটে চরম হেনস্থার শিকার সায়ন্তিকা, কলকাতায় ফিরলেন অভিনেত্রী…

অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও অভিনেত্রী মিঠু চক্রবর্তীর বড় ছেলে গৌরব। অভিনয় জগতে পা রেখেই গৌরব ও ঋদ্ধিমার সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের শুরু থেকেই টলিপাড়ার অন্যতম মিষ্টি জনপ্রিয় কাপল তাঁরা। ২০১৭ সালে তাঁরা বিয়ে করেন। যদিও তাঁদের সম্পর্কের বয়স ১২ বছর। সাত বছর প্রেমের পর গাঁটছড়া বাঁধেন গৌরব ও ঋদ্ধিমা। ইন্ডাস্ট্রিতে ‘হ্যাপি কাপল’ বলেই পরিচিত তাঁরা। এবার সেই হ্যাপি কাপলের পরিবারে এলেন তাঁদের পুত্র সন্তান। কিছুদিন আগেই ছিল ঋদ্ধিমার সাধভক্ষণ অনুষ্ঠান। হাজির ছিলেন পরিবারের সদস্যরা সহ তারকাদম্পতির ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবরা।

আরও পড়ুন- Somi Ali on Salman Khan: ছাপা হয়ে গিয়েছিল কার্ড, কেন ভেঙেছিল সঙ্গীতা-সলমানের বিয়ে? বিস্ফোরক দাবি সোমি আলির…

রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি কার্ড শেয়ার করেছেন গৌরব ও ঋদ্ধিমা। সেখানেই তাঁরা জানান যে ছেলের নাম রেখেছেন ধীর। গৌরব লেখেন, ‘গতকাল আমাদের জগতে এক নতুন আলো এসেছে। আমাদের ছেলে, আমাদের খুশির বান্ডিল। ওর জীবনের যাত্রাপথ জ্ঞানে ও ভালোবাসায় ভরে উঠুক। ও ওর নিজের রাস্তা খুঁজে পাক, নিজের গল্প নিজেই লিখুক, এই পৃথিবীর বুকে নিজের অস্থিত্ব তৈরি করুক। আমরা তোমায় ভালোবাসি ধীর।’ তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, নুসরত জাহান, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সন্দীপ্তা সেন, পূজা ব্যানার্জি, গৌরব চট্টোপাধ্যায়, স্বস্তিকা ঘোষ, নমিত দাস, ঋষভ বসু সহ আরও অনেকে।

প্রসঙ্গত, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তী আগেই দাদু-ঠাকুমা হয়েছেন। ছোট ছেলে অর্জুনের কন্যাসন্তান কিছুদিন আগেই পা দিয়েছে পাঁচ বছরে। ফের একবার খুশির জোয়ার চক্রবর্তী পরিবারে। ২০১১-য় কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘রং মিলান্তি’তে জুটি হিসেবে প্রথম কাজ তাঁদের। সম্প্রতি আবার প্রলয় সিরিজে তাক লাগিয়ে দিয়েছেন গৌরব, অন্যদিকে ওয়েব সিরিজ ব্যোমকেশে সত্যবতীর চরিত্রে নজর কাড়েন ঋদ্ধিমা।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version