আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ এবং ওডিশা সংলগ্ন উপকূলে এর অভিমুখ। তবে এর জেরেই বাঙালির উৎসব মরশুমের শুরুটাই ভাসতে চলেছে বৃষ্টিতে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
ঘূর্ণাবর্তের হানায় ফের দক্ষিণের আকাশে বৃষ্টির ভ্রূকুটি। ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার অর্থাৎ আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার বিশ্বকর্মা পুজোয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ কলকাতায় ঘূর্ণাবর্তের জেরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃ্ষ্টিপাতের সম্ভাবনা।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
শহরের ইতিউতি আজ বিশ্বকর্মা পুজো প্রস্তুতি। রাস্তা থেকে অফিস অঞ্চল, গ্যারাজ, কারখানায় বড় বড় মণ্ডপ। জোর গান বাজাতে তৈরি লেটেস্ট প্লে লিস্ট। কিন্তু আকাশে বৃষ্টির ভ্রুকুটি দেখে চিন্তায় সকলে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন শহরে দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে এক টানা বৃষ্টি হবে না বলে আশ্বাস।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৩ শতাংশ এবং সর্বনিম্ন ৬৭ শতাংশ। মঙ্গলবার থেকে ফের একবার বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। কমতে পারে সামান্য তাপমাত্রা।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপাতত সেখানে কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাড়বে অস্বস্তি। বৃহস্পতিবার থেকে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।